বাংলার খবর২৪.কম, চট্টগ্রাম : ফেনীর সাবেক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিযবুত তাহরীর নেতা শেখ ওমর শরীফ আল মারুফকে দেয়া জামিনের আদেশনামা স্থগিত করেছেন আদালত। এর ফলে জামিন হলেও মুক্তি পাচ্ছেন না ওমর শরীফ।
বৃহস্পতিবার চট্টগ্রামের প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদৌস এসব আদেশ দিয়েছেন।
এদিকে ওমর শরীফ পলাতক অবস্থায় কোথায় ছিলেন, তার পেশা কি ছিল, তার অবস্থানসহ যাবতীয় তথ্য অনুসন্ধানের জন্য নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনারকে দায়িত্ব দিয়েছেন আদালত।
এদিকে আগামী ২৭ নভেম্বরের মধ্যে অনুসন্ধান প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দিয়েছেন আদালত।
রাষ্ট্রপক্ষের কৌসুলী ও মহানগর পিপি অ্যাডভোকেট মো. ফখরুদ্দিন চৌধুরী বলেন, জামিননামা স্থগিত করেছেন আদালত। জামিন বাতিলের বিষয়ে সিদ্ধান্ত হবে অনুসন্ধান প্রতিবেদন দাখিলের পর।
উল্লেখ্য, গত সোমবার চট্টগ্রামের প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদৌস শর্তসাপেক্ষে এক সপ্তাহের জন্য ওমর শরীফের জামিন মঞ্জুর করেছিলেন। সন্ত্রাসবিরোধী আইনে নগরীর খুলশী থানায় দায়ের হওয়া একটি মামলায় গত ৯ অক্টোবর চট্টগ্রামের প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদৌসের আদালতে আত্মসমর্পণ করেন শেখ ওমর শরীফ। এদিন তাকে কারাগারে পাঠিয়ে পরদিন জামিন শুনানির সময় নির্ধারণ করেন আদালত। একইসঙ্গে তার পাসপোর্ট জমা দেয়ারও আদেশ দেন আদালত।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান