বাংলার খবর২৪.কম ডেস্ক,ঢাকা: যাদের অশ্লীল ভিডিওতে অতিরিক্ত আসক্তি তাদের মেধা কমে যাওয়ার তথ্য দিয়েছেন গবেষকরা।
গবেষকদের জানিয়েছেন, অধিক মাত্রায় অশ্লীল দৃশ্য উপভোগ করলে মগজের ধূসর পদার্থ উল্লেখযোগ্য হারে কমতে থাকে।
দ্য গার্ডিয়ান পত্রিকা সূত্রে জানা গেছে, গবেষকরা পের্নোগ্রাফিতে আসক্ত ২১ থেকে ৪৫ বছর বয়সী ৬৪ জন পুরুষের ওপর গবেষণা চালান। গবেষকরা এই ৬৪ জনকে একই সঙ্গে অশ্লীল ছবি ও ভিডিও দেখতে দেন। এর পর তাদের মস্তিষ্কের এমআরআই পরীক্ষা করেন।
পরীক্ষার পর দেখা যায়, দীর্ঘক্ষণ যৌন উত্তেজক ভিডিও দেখার পর তাদের মস্তিষ্কের স্ট্রায়াটামের দক্ষিণ কডেটে থাকা ধূসর পদার্থের মাপ ছোট হয়ে গেছে।
এই পরীক্ষা পর গবেষকরা সিদ্ধান্তে পৌঁছান, যৌন উত্তেজক ভিডিও উপভোগ করলে মস্তিষ্কে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান