বাংলার খবর২৪.কম, জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সম্মান প্রথম বর্ষের ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে ২৩ নভেম্বর থেকে।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়- ২০১৪-১৫ শিক্ষাবর্ষের অনার্স (সম্মান) ও বিবিএ প্রথমবর্ষ প্রথম সেমিষ্টারে এ, বি, সি, ও ডি ইউনিটের প্রথম মনোনয়নে নির্বাচিত প্রার্থীদের ভর্তি প্রক্রিয়া ২৩ নভেম্বর থেকে শুরু হয়ে ৩০ নভেম্বর পর্যন্ত চলবে। এছাড়া কোটায় মনোনয়ন প্রাপ্তদের ভর্তি প্রক্রিয়া ১১ ডিসেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত চলবে।
তবে আসন শূন্য থাকা সাপেক্ষে দ্বিতীয় মনোনয়নে নির্বাচিতব্য পরীক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া ৩ ডিসেম্বর হতে ৮ ডিসেম্বর পর্যন্ত। এছাড়া ৩য় মনোনয়নে নির্বাচিতব্য পরীক্ষার্থীদের ১১ ডিসেম্বর হতে ১৮ ডিসেম্বর পর্যন্ত এবং ৪র্থ মনোনয়নে নির্বাচিতব্য পরীক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া ৩০ ডিসেম্বর, ২০১৪ হতে আগামী ১ জানুয়ারি ২০১৫ খ্রি. তারিখের মধ্যে সম্পন্ন করতে হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, মনোনয়ন প্রাপ্ত প্রার্থীদের নির্ধারিত সময়ে নির্ধারিত বিভাগে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। অন্যথায় প্রার্থীর ভর্তি বাতিল বলে গণ্য হবে।
প্রবেশপত্রে উল্লিখিত বিষয় পছন্দক্রম অনুযায়ী প্রাপ্ত বিষয় কোনোভাবেই পরিবর্তন করা যাবে না। ভর্তি হওয়া শিক্ষার্থী আসন খালি ও যোগ্যতা থাকা সাপেক্ষে প্রবেশপত্রে উল্লিখিত বিষয় পছন্দক্রম ও মেধানুসারে বিষয় পরিবর্তন বা মাইগ্রেশনের জন্য পরবর্তীতে বিবেচিত হবেন।
বিষয় বরাদ্দ পাওয়া প্রার্থীদের তালিকা ও অন্যান্য নির্দেশনা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (www.jnu.ac.bd)-এ পাওয়া যাচ্ছে।
উল্লেখ্য, ২০১৪-১৫ শিক্ষাবর্ষে প্রথম সেমিষ্টারের ক্লাস শুরু হবে আগামী ৫ জানুয়ারি, ২০১৫ সালে।