বাংলার খবর২৪.কম, ঢাকা: ওয়ানডে ইতিহাসে এক ইনিংসে সর্বোচ্চ রানের রেকর্ড গড়লেন ভারতের রোহিত শর্মা।
শ্রীলঙ্কার বিপক্ষে কলকাতায় সিরিজের ৪র্থ ম্যাচে ২৬৪ রান করে এ রেকর্ড গড়েন তিনি।
১৭৩ বলে ৩৩টি চার ও ৯টি ছয়ে ২৬৪ রান করে ইতিহাসের খাতায় নাম লেখান এই ভারতীয় ব্যাটসম্যান।
তিনি ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি করা ইতিহাসের তৃতীয় ক্রিকেটার।
এর আগে ওয়ানডের সর্বোচ্চ রানের রেকর্ডটি ছিল তারই স্বদেশী ব্যাটসম্যান বীরেন্দ্র শেবাগের।
তিনি ২৪৯ বল খেলে ২১৯ রান করেছিলেন।
এছাড়া ডাবল সেঞ্চুরি করা অপর ব্যাটসম্যান হলেন লিটল মাস্টার শচীন টেন্ডুলকার। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২০০ রান করে ওয়ানডে ইতিহাসের প্রথম ডাবল সেঞ্চুরিয়ান হিসেবে নাম লেখান শচীন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান