বাংলার খবর২৪.কম, ঢাকা : চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ৫০৩ রানের পাহাড় সংগ্রহ দাঁড় করিয়েছে স্বাগতিক বাংলাদেশ। তবে এই বিশাল রানের জবাব অবশ্য ভালো ভাবেই দিচ্ছে জিম্বাবুয়ে। মাত্র ১টি উইকেট হারিয়ে ১১৩ রান তুলে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে সফরকারীরা। এই অবস্থায় স্বাগতিক বংলাদেশ দলের পেসার রুবেল হোসেন মনে করছেন, চট্টগ্রাম টেস্টের লাগাম এখন বাংলাদেশের হাতেই আছে।
বৃহস্পতিবার ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে রুবেল হোসেন বলেন, ‘আমার মনে হয়, আমরাই ভাল পজিশনে আছি। আমাদের ভাল একটা স্কোর হয়েছে। এই উইকেটে শুরুতে একটু রান হবে এটাই স্বাভাবিক। কালকে (তৃতীয় দিন) সকাল সকাল যদি আমরা দ্রুত কিছু উইকেট নিতে পারি অনেক ভালো হবে। পেস হোক বা স্পিন হোক যেভাবেই হোক দ্রুত উইকেট তুলে নিতে হবে। তবে এই পিচে উইকেট পাওয়া আসলেই অনেক কঠিন।’
প্রধান কাজটা বোলিং করা হলেও চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে যেন পুরুদমে ব্যাটসম্যান বনে গেলেন রুবেল। শেষ উইকেটে তার ৪৪ বলে অপরাজিত ৪৫ রানের কল্যানেই পাঁচ’শর বেশি সংগ্রহ দাড় করাতে পারে বাংলাদেশ। রুবেলের সংবাদ সম্মেলনে আসার উপলক্ষটাও মোটামুটি এইটাই। প্রসঙ্গটি উঠতেই রুবেল বললেন, ‘ব্যাটিংটা সব সময়ই মজার। আমার জুটিটা শেষ উইকেটে ছিল। আমিও কিছু শট খেলেছি। টাইমিংও হয়েছে। এই আর কি! আমার কাছে খুব ভাল লেগেছে এটি। তবে, আমি আশা করিনি যে এমন খেলব। আসলে উইকেটটা খুব ভাল ছিল। ব্যাট চালাচ্ছিলাম, আর লাগছিল। ব্যাটিংয়ে যদি ৪০-৪৫ রান করা যায় তাহলে তার মজাটাই অন্যরকম।’