ফারুক আহম্মেদ সুজন :
বৃহস্পতিবার পৌনে ৪ টার দিকে কনাকে ধানমন্ডির ৬ নম্বর সড়কের ১৪ নম্বর বাড়ি থেকে সেন্ট্রাল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অপমৃত্যুর খবর পেয়ে পুলিশও সেন্ট্রাল হাসপাতালে যায়। এমপি টিপু সুলতান জানান, কনা নিজের ঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।
তিনি আরো জানান, দুপুরে খাবারের জন্য ডাকাডাকি করে সাড়া না পেয়ে দরজা ভেঙে কক্ষে প্রবেশ করেলে তাকে বার্থরুমের গ্রিলের জানালার সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় পাওয়া যায়।
এদিকে সন্ধ্যায় হাসপাতালে কনার কয়েকজন সহপাঠী ছাড়া বাবা কিংবা শ্বশুর বাড়ির কাউকে দেখা যায়নি। কনার মা জেসমিন আরা বেগম হলি হলি ফ্যামিলি মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক। তার বাবার নুরুল ইসলাম পিডব্লিউডির প্রকৌশলী।
এবিষয়ে ওসি আবু বক্কর জানান; ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, স্বামী স্ত্রীর কলহের জের ধরে তিনি আত্মহত্যা করতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।