বাংলার খবর২৪.কম, ঢাকা : চট্টগ্রাম টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ৫০৩ রানে বিশাল সংগ্রহ দাড় করায় স্¦াগতিক বাংলাদেশ। এরপর জবাবে ব্যাটিং করতে নেমে ১ উইকেটে ১১৩ রান তুলে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে সফরকারী জিম্বাবুয়ে। ফলে ৯ উইকেট হাতে রেখে এখনো ৩৯০ রানে পিছিয়ে আছে ব্রেন্ডন টেলরের দল।
বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশের ৫০৩ রানের জবাবে ব্যাটিং করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পরে জিম্বাবুয়ে। দলীয় ৯ রানের মাথায় ওপেনার ব্রায়ান চাড়িকে ফেরান স্বাগতিক পেসার রুবেল হোসেন। তবে এরপর প্রতিরোধ গড়ে তোলেন সিকান্দার রাজা ও হ্যামিল্টন মাসাকাদজা।
তবে দ্বিতীয় উইকেট জুটিতে ঝড়ো ১০৪ রানের অপরাজিত পার্টনারশিপ গড়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছেন এই দুইজন।
দ্বিতীয় দিন শেষে ৬৫ বল খেলে ৯ টি চারের সাহায্যে ৫৩ রানে অপরাজিত আছেন সিকান্দার রাজা। তার সাথে ৮৬ বল খেলে ৭টি চার ও একটি ছক্কায় ৫১ রান নিয়ে অপরাজিত আছেন হ্যামিল্টন মাসাকাদজা।
এর আগে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে দুই ওপেনার তামিম ইকবাল ও ইমরুল কায়েসের সেঞ্চুরি এবং সাকিব আল-হাসানের হাফসেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৫০৩ রানের বিশাল সংগ্রহ দাড় করায় বাংলাদেশ। প্রথম ইনিংসে বাংলাদেশের পক্ষে ইমরুল কায়েস ১৩০ ও তামিম ইকবাল ১০৯ রান করেছেন। এছাড়া সাকিব আল-হাসান ৭১, মমিনুল হক ৪৮ ও পেসার রুবেল হোসেন ৩৫ রান করেছেন।
এছাড়া জিম্বাবুয়ের পক্ষে অলরাউন্ডার সিকান্দার রাজা সর্বোচ্চ তিনটি উইকেট দখল করেছেন। এছাড়া হ্যামিল্টন মাসাকাদজা, সিঙ্গি মাসাকাদজা ও থিনাশে পানিয়াঙ্গারা দুটি করে উইকেট দখল করেছেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান