বাংলার খবর২৪.কম, চট্টগ্রাম: বন্দরনগরী চট্টগ্রামে আগামী রোববার থেকে অবৈধ বিলবোর্ড উচ্ছেদ অভিযান শুরু হচ্ছে। নগর পুলিশ এবং সিটি কর্পোরেশন যৌথভাবে এ অভিযান শুরু করবে।
বৃহস্পতিবার বিকেলে সিএমপি কমিশনার সঙ্গে সিটি কর্পোরেশন ও বিলবোর্ড মালিকদের বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হয়।
এ সময় বৈঠকে সিটি কর্পোরেশনের রাজস্ব কর্মকর্তা মুহাম্মদ শামসুল ইসলাম নগরীতে ৪২২ টি অবৈধ বিলবোর্ডের একটি তালিকা পুলিশ কমিশনারের কাছে হস্তান্তর করেন।
পুলিশের অতিরিক্ত কমিশনার (প্রশাসন, অর্থ ও ট্রাফিক) একেএম শহীদুর রহমান বলেন, আজ থেকে শনিবার পর্যন্ত তিনদিন অবৈধ বিলবোর্ড সরিয়ে ফেলার জন্য মাইকিং করা হবে।
তিনি আরো বলেন, রোববার থেকে উচ্ছেদ অভিযান শুরু হবে।
পুলিশ এবং সিটি কর্পোরেশন যৌথভাবে উচ্ছেদ অভিযান পরিচালনা করবে বলেও জানান তিনি।
বৈঠকে সিএমপি কমিশনার মো.আব্দুল জলিল মন্ডল, বিলবোর্ড মালিকগণ এবং নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (প্রশাসন, অর্থ ও ট্রাফিক) একেএম শহীদুর রহমান উপস্থিত ছিলেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান