বাংলার খবর২৪.কম:ইরাকের উত্তরে সুন্নী বিদ্রোহীদের সংগঠন ইসলামিক স্টেটের (সাবেক আইএসআইএল) কাছে আক্রান্ত সংখ্যালঘুদের জন্য মানবিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। এ ছাড়া দেশটিতে তিনি বিমান হামলার কথাও ভাবছেন। বৃহস্পতিবার দেশটির একজন জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তা এ খবর জানিয়েছেন। ওই কর্মকর্তা বলেন, ‘ইরাকে বাস্তুচ্যুত জনসাধারণের জন্য অতি দ্রুত মানবিক সহায়তা দেওয়ার কথা বিবেচনা করছেন প্রেসিডেন্ট ওবামা। অতি দ্রুত এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে।’ তিনি জানান, ইরাকে মার্কিন সামরিক পদক্ষেপের সম্ভবনা খুবই কম। তবে বিষয়টি বিবেচনাধীন রয়েছে এবং প্রেসিডেন্ট ওবামা ও তার জ্যেষ্ঠ জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা বৃহস্পতিবার সকালে এক বৈঠকে এ বিষয়ে আলোচনা করেছেন। যুক্তরাষ্ট্রের আরেক কর্মকর্তা বলেন, ‘ইরাকে মানবিক বিপর্যয় বিবেচনায় দেশটিতে যুক্তরাষ্ট্রের বিমান হামলার বিষয়টি বিবেচনাধীন রয়েছে।’ সূত্র : ওয়াশিংটন পোস্ট
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান