বাংলার খবর২৪.কম, ঢাকা : আন্দোলনের নামে জনদুর্ভোগ সৃষ্টি করলে খালেদা জিয়াকে পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের লাল দালানের ১৪ শিকের মধ্যে থাকতে হতে পারে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর কবির নানক।
গতকাল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কিশোরগঞ্জের জনসভায় দেয়া বক্তব্যের প্রতিবাদে ডাকা আওয়ামী লীগের সংবাদ সম্মেলনে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
বৃহস্পতিবার বেলা ১২টার দিকে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন আহ্বান করা হয়।
নানক বলেন, পতিত প্রধানমন্ত্রী হিসেবে যা খুশি বলবেন, আর করবেন তা কোনো সভ্য সমাজেই কাম্য হতে পারে না। আইনের ঊর্ধ্বে কেউ নয়। যে কেউ আইনের ব্যতয় ঘটাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। জনগণের দুর্ভোগ সৃষ্টিকারী কর্মসূচি যারাই দিবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
আইন-শৃঙ্খলা বাহিনীকে কোনো ধরনের প্রশিক্ষণ না দেয়ার জন্য গতকাল বেগম খালেদা জিয়া বিদেশিদের প্রতি আহ্বান জানিয়েছেন। এ ব্যাপারে আওয়ামী লীগের মতামত কি? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নানক বলেন, খালেদা জিয়ার এ ধরনের বক্তব্য রাষ্ট্রদ্রোহীতার শামিল। ৭১’র ঘাতক যুদ্ধাপরাধীদের পক্ষাবলম্বন করে তাদের খুশি করতেই তিনি এ কথা বলছেন।
দুর্নীতি দমন কমিশনকে (দুদক) খালেদা জিয়া দুর্নীতি কমিশন বলে আখ্যায়িত করেছেন- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দুর্নীতি দমন কমিশনের প্রতি খালেদা জিয়ার ক্ষোভ রয়েছে। তার ২ পুত্র তারেক-কোকোসহ তার পরিবারের ডজন খানেক সদস্যের নামে মামলা রয়েছে। তাছাড়া তার নিজের নামেও জিয়া চ্যারিটেবল ও জিয়া অরফানেজ ট্রাস্টের মামলা রয়েছে। সে জন্যই তিনি এসব অবাস্তব কথা বলছেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, আ ফ ম বাহাউদ্দিন নাসিম, দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য সুজিত রায় নন্দী প্রমুখ।