বাংলার খবর২৪.কম:ভূমিদস্যুদের হাতে প্রহৃত ও ধর্ষণের শিকার হয়ে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালের প্রসূতি বিভাগের বিছানায় যন্ত্রনায় কাতরাচ্ছেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিচিত্রা তিরকী।
বৃহস্পতিবার তিনি মিডিয়ার কাছে অভিযোগ করে বলেন, ধর্ষকরা মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিয়ে যাচ্ছে। এই হুমকিতে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।
বিচিত্রা তিরকী বলেন, ‘ভূমিদস্যুরা আমার স্বামীর জমির দখল নিতে মরিয়া হয়ে উঠেছে। এই লক্ষ্যে তারা সোমবার জমিতে গিয়ে আদিবাসী শ্রমিকদের মারপিট করে। এক পর্যায়ে ভূমিদস্যুদের মধ্যে তিনজন তাকে প্রহার করে গুরুতর আহত করে এবং ধর্ষণ করে। এ ঘটনায় মামলা দায়েরের পর পুলিশ তিন জনকে গ্রেফতার করলেও মূল আসামিরা রয়েছে ধরাছোঁয়ার বাইরে।’
তিনি জানান, তার সমস্ত শরীরে প্রচণ্ড ব্যথা রয়েছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বৃহস্পতিবার তার পায়ে এক্স-রে করা হয়েছে। তিনি আরও জানান, শুক্রবার বিকেলে ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সভাপতি ফজলে হোসেন বাদশা এমপির নেতৃত্বে আদিবাসী সম্পর্কিত সংসদীয় ককাস-এর একদল প্রতিনিধি তাকে দেখার জন্য চাঁপাইনবাবগঞ্জ আসবেন।
উল্লেখ্য, সোমবার দুপুরে গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের জিনারপুর গ্রামে জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও পার্বতীপুর ইউপি’র সংরক্ষিত মহিলা সদস্য বিচিত্রা তির্কী (৩০) তার মৃত স্বামীর জমি চাষ করছিলেন। এ সময় কথিত ভূমিদস্যু চক্রের সদস্যরা সেখানে এসে তিন লাখ টাকা চাঁদা দাবি করে। তারা বিচিত্রা তির্কীকে প্রহার ও এক পর্যায়ে ধর্ষণ করে। বর্তমানে তিনি চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে এ ঘটনা নিয়ে আদিবাসী সংগঠনগুলোর মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান