বাংলার খবর২৪.কম ডেস্ক, ঢাকা : পৃথিবী থেকে ৫০ কোটি কিলোমিটার দূরে ধাবমান একটি ধুমকেতুর বুকে অবতরণ করলো মানুষের তৈরি একটি যান।
এটাই কোনো ধুমকেতুর বুকে মানুষের তৈরি মহাকাশযানের প্রথম অবতরণ।
অবতরণের আগে ফিলি নামের এই ল্যান্ডারটিকে সৌরজগতে ১০ বছর পরিভ্রমণ করতে হয়েছে বলে জানিয়েছে ইউরোপীয় মহাকাশ গবেষণা সংস্থার বিজ্ঞানীরা।
৬৭-পি চুরিউমভ-গেরাসিমেনকো নামের এই ধূমকেতুতে অবতরণের পর বিজ্ঞানীরা তার পাঠানো সঙ্কেতও পেয়েছেন।
ধূমকেতুটির বয়স অন্তত ৪০০ কোটি বছর এবং অবতরণযানটি যেখানে নেমেছে সেই জায়গাটি বরফ আর ধূলোর আস্তরণে ঢাকা।
ইউরোপিয়ান স্পেস এজেন্সির রসেটা মিশনের একজন বিজ্ঞানী ড. মেরিনা গারল্যান্ড বলেন, এটা একটা খুবই ঝুঁকিপূর্ণ প্রক্রিয়া।
তিনি বলেন, আমরা জানি না যে ধূমকেতুর উপরিভাগ ঠিক কি দিয়ে গঠিত। এটা যদি শক্ত বরফের তৈরি হয়, তাহলে ধূমকেতুটির মাধ্যাকর্ষণ শক্তি খুবই দুর্বল হওয়ার কারণে অবতরণযানটি মাটি স্পর্শ করার সাথে সাথে আবারো ছিটকে মহাশূন্যে উঠে যেতে পারে।
আর যদি নরম তুষারের মতো কিছু দিয়ে তৈরি হয়, তাহলে অবতরণযানটি ডুবে যেতে পারে বলেও আশংকা করেছিলেন তিনি।
বিজ্ঞানীরা এখন অপেক্ষা করছেন কখন তারা ওই অবতরণযান থেকে তোলা ছবিগুলো পাবেন।
ছবিতে ধূমকেতুর উপরিভাগের এক অদ্ভূত দৃশ্য ও গভীর খাদ এবং বরফের শৃঙ্গ দেখা যাবে বলে ধারণা করা হচ্ছে।
এই অভিযান থেকে মহাবিশ্ব বা সৌরজগত গঠনের মৌলিক উপাদান সম্পর্কে ধারণা পাওয়া যাবে বলেও আশা করা হচ্ছে ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান