বাংলার খবর২৪.কম, চট্টগ্রাম : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমি ঢাকায় বাস করলেও চট্টগ্রামবাসীর সাথে আমার আত্মার সম্পর্ক আছে তাই চট্টগ্রামকে দ্বিতীয় রাজধানী করতে কাজ করছে সরকার।
প্রধানমন্ত্রী বলেন, সারাদেশের উন্নয়ন যেভাবে চলছে ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের এবং ২০৪১ সালের মধ্যে পুরো দক্ষিণ এশিয়ার উন্নত দেশে পরিণত হবে।
বুধবার চট্টগ্রামবাসীর বহুল প্রত্যাশিত মুরাদপুরে মুরাদপুর-লালখান বাজার ফ্লাইওভার উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
চট্টগ্রামবাসীর সহযোগিতা কামনা করে শেখ হাসিনা বলেন, আমরা চট্টগ্রামের উন্নয়নের জন্য কথা দিয়েছিলাম। সুতরাং নির্মাণকাজ চলাকালে চট্টগ্রামবাসীকে তাদের সহযোগিতা অব্যাহত রাখতে হবে।
৪৬২ কোটি টাকা ব্যয়ে পাঁচ হাজার ২০০ মিটার দৈর্ঘের এ ফ্লাইওভারটির নির্মাণ কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে নিযুক্ত হয়েছে ম্যাক্স র্যাঙ্কিন জেভি।
সিডিএ সূত্রে জানা যায়, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের অগ্রাধিকার প্রকল্পের আওতায় ১২ নভেম্বর শুরু হয়ে ফ্লাইওভারটির নির্মাণ কাজ ২০১৬ সালের মধ্যে সম্পন্ন হবে।
নগরীর যানজট নিরসন ও এশিয়ান হাইওয়ের সঙ্গে যুক্ত হতে ২০১২ সালের ২ জানুয়ারি মুরাদপুর, ২ নম্বর গেট ও জিইসি পর্যন্ত ফ্লাইওভারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি আরো বলেন, পরে পরামর্শক উপদেষ্টা প্রতিষ্ঠান ডিডিসি, এসএসআরএম, ডিপিএম, কেভির পরামর্শক্রমে ফ্লাইওভারের দৈর্ঘ্য বাড়িয়ে লালখান বাজার পর্যন্ত নেওয়া হবে। ফ্লাইওভারের দৈর্ঘ্য বাড়ানোর ফলে ১৫০ কোটি ৭০ লাখ টাকার প্রাক্কলিত ব্যয় বেড়ে বর্তমানে এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৪৬২ কোটি টাকা।
ফ্লাইওভারটি মুরাদপুর থেকে দুই নম্বর গেট হয়ে বায়োজিদ ও দুই নম্বর গেট থেকে জিইসি-ওয়াসা হয়ে লালখানবাজারে শেষ হবে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান