বাংলার খবর২৪.কম:পান্না মাস্টার আর ইঞ্জিনিয়ার টুটুলের ফাঁদে শতাধিক মেয়ের জীবন নষ্টের পর আরেক নগ্নতার ঘটনা ঘটেছে কুষ্টিয়ায়। এ ঘটনার হোতা এক আওয়ামী লীগ নেতা।
এবার শহরের কথাকলি লাইব্রেরির মালিকের স্ত্রীর সঙ্গে কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোমিজুর রহমান মমিজের অনৈতিক কর্মকাণ্ডের ভিডিও ফুটেজ ইন্টারনেট এবং মোবাইলে সবার হাতে হাতে ছড়িয়ে পড়েছে।
এ ঘটনায় মমিজকে দল থেকে ‘সাময়িক’ বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে দলের সহ-সভাপতি হাজি রবিউল ইসলামের সভাপতিত্বে এ সিদ্ধান্ত নেয়া হয়।
এ ঘটনায় মমিজসহ চারজনের নামে কুষ্টিয়া মডেল থানায় কথাকলি লাইব্রেরির মালিক মহব্বত আলী পর্নোগ্রাফি আইনে মামলা করেছেন। মামলা নং-৬।
খোঁজ নিয়ে জানা গেছে, বিবাহিত মমিজ এক ছেলে ও এক মেয়ের বাবা। শহরতলীর মিনাপাড়ায় তার বিলাসবহুল বাড়ি থাকলেও তিনি বসবাস করেন শহরের আবদুর রাজ্জাক লেনের একটি ভাড়া বাসায়।
সেখানে স্থানীয় এক ব্যবসায়ীর সঙ্গে সখ্য গড়ে ওঠে তার। এরই সুবাদে মমিজ ওই ব্যবসায়ীর বাড়িতে যাতায়াত শুরু করেন। এক পর্যায়ে ওই ব্যবসায়ীর বিবাহিত মেয়ের সঙ্গে তার অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। মেয়েটিকে কব্জায় রাখতে মোমিজ সুকৌশলে তাদের দৈহিক মিলনের ভিডিও ধারণ করেন। এক পর্যায়ে দৈহিক মিলনের ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়ে ইন্টারনেটে।
সোমবার হঠাৎ করেই শহরের বিশিষ্ট ব্যবসায়ীর কন্যা ও কুষ্টিয়া শহরের কথাকলি লাইব্রেরীর মালিক মহব্বতের স্ত্রীর সঙ্গে মোমিজের দৈহিক মেলামেশার ১৩৫ মিনিটের অন্তত ৯টি ভিডিও ক্লিপ ইন্টারনেটে কে বা কারা ছড়িয়ে দেয়। মুহূর্তের মধ্যে আলোচিত এই ভিডিও ক্লিপ সবার হাতে হাতে ও মোবাইলে ছড়িয়ে পড়ে।
এ ব্যাপারে মমিজের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে বারবার ফোন করেও তা বন্ধ পাওয়া যায়। তবে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয় মেয়েটিকে মমিজ দ্বিতীয় স্ত্রী হিসেবে গ্রহণ করেছেন।
তবে ওই মেয়েটির স্বামী শহরের কথাকলি লাইব্রেরির মালিকের দাবি, তিনি এখনো তাকে তালাক দেননি।
এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী বলেন, এ ঘটনা দলের ভাবমূর্তি নষ্ট হয়েছে। বিষয়টি নিয়ে দলীয় ফোরামে আলোচনা করে মমিজকে ‘সাময়িক’ বহিষ্কার করা হয়েছে এবং সাত দিন সময় দিয়ে তাকে শোকজ করা হয়েছে।
বহিষ্কারে বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজী রবিউল ইসলাম।