বাংলার খবর২৪.কম, ঢাকা : রাজধানীর ডেমরার কোনাপাড়া এলাকার পরিবহন শ্রমিক মোজাম্মেল হোসেন মামুন (১৭)। মায়ের কাছে দুপুরে দুইশ’ টাকা চেয়েছিল। কিন্তু মা পিয়ারা বেগমের কাছে টাকা না থাকায় ছেলের দাবি পূরণ করতে পারেনি। ছেলে মায়ের সক্ষমতা বুঝতে চায়নি। মায়ের সঙ্গে অভিমান করে মায়ের শাড়ি দিয়েই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মামুনের এই চলে যাওয়ায় তার অস্বচ্ছল মা নিজেকে অপরাধী ভেবে বিলাপ করছেন আর থেমে থেমে জ্ঞান হারাচ্ছেন।
বুধবার সন্ধ্যায় ডেমরার কোনাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত মামুন লেগুনার হেল্পার। তাদের গ্রামের বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলার ভোলারহাট এলাকায়।
নিহতের বোন রোজীনা জানান, বিকেলে মামুন মায়ের কাছে দুইশ’ টাকা চেয়েছিল। কিন্তু মায়ের কাছে না থাকায় দিতে পারেননি। এরপর মামুন অভিমান করে মায়ের শাড়ি গলায় পেঁচিয়ে ঘরের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এসময় ঘরে কেউ ছিল না। পরে ঘরে এসে তাকে আড়ার সঙ্গে ঝুলন্ত দেখে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।
তিনি আরো জানান, তাদের বাবা নেই। তারা তাদের মায়ের সঙ্গে কোনাপাড়ায় থাকেন।
এদিকে ঘটনার পর মা পিয়ারা বেগম বাকরুদ্ধ হয়ে পড়েছেন। তিনি কিছুক্ষণ পরপর বিলাপ করে উঠছেন। বাবা বাবা করে চিৎকার করে কান্না করছেন।
এ বিষয়ে ডেমরা থানায় যোগাযোগ করা হলে ডিউটি অফিসার এসআই শাহআলম জানান, তিনি কিছু জানেন না।