বাংলার খবর২৪.কম, ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর উপজেলার নাটিমা কুরিপোল গ্রামে নির্যাতন ঘটনার বাদীকে মামলা তুলে নিতে আবারও নির্যাতন করেছে আসামিরা।
বুধবার সকাল ৯ টায় মামলার বাদী হালিমা খাতুনের উপর হামলা চালায় আসামি মুনছুর আলী ও অন্যান্যরা।
এলাকাবাসী জানায়, হালিমাকে মাটিতে ফেলে গলা টিপে শ্বাসরুদ্ধ করে হত্যার চেষ্টা করে তারা। এবং তার পরনের শাড়ি ছিড়ে শ্লীলতাহানিও ঘটায় আসামিরা।
আসামি মুনছুর আলী হালিমাকে বলে, এ যাত্রায় তুই পার পেলি, তবে যদি মামলা তুলে না নিস তাহলে তোকে শেষ করে দেবো।
উল্লেখ্য, গত ২২ আগস্ট মহেশপুরে গাছে বেঁধে গৃহবধূকে নির্যাতন এবং চুল কাটার ঘটনায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।
এ ঘটনার সংবাদ সর্বপ্রথম ’এ প্রকাশিত হয়।
তখন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ৪(খ) এবং ১০/৩০ ধারা মতে মামলা করেন হালিমা খাতুন।
মামলা হলেও আসামিরা জামিনে মুক্তি পেয়ে হালিমাকে একের পর এক নির্যাতন করে আসছে। এ বিষয়ে একাধিকবার থানায় জিডি করা হলেও আসামিরা এলাকায় ঘুড়ে বেড়াচ্ছে।
সর্বশেষ বুধবার আবারো এই নির্যাতনের ঘটনা ঘটে। এ বিষয়ে নির্যাতিতা হালিমা বাদী হয়ে মহেশপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
মহেশপুর থানার ওসি লিয়াকত হোসেন জানান, বিষয়টির আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।