বাংলার খবর২৪.কম, রাজশাহী : রাজশাহী নগরীতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের কাস্টমস ধারা ও আইন বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
বুধবার দুপুরে বিজিবির রাজশাহী সেক্টর সদরের সালেহা ইমারত হলে দিনব্যাপী ওই কর্মশালা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন; রাজশাহী ৩৭-ব্যাটেলিয়নের ভারপ্রাপ্ত পরিচালক মেজর মাসুদুজ্জামান খান।
কর্মশালায় আইন বিষয়ে ধারণা দেন-রাজশাহী মহানগর পুলিশের ট্রেনিং স্কুলের এএসপি মনজুর মোর্শেদ, পরিদর্শক লিয়াজো ছানাউল হক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদুল হাসান।
এছাড়া কস্টমস ধারা সম্পর্কে ধারণা দেন- রাজশাহী কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের অতিরিক্ত কমিশনার এম ফখরুল আলম ও যুগ্ম কমিশনার রেজাউল হক।
প্রশিক্ষণে বিজিবির রাজশাহী সেক্টর সদর দফতরসহ রাজশাহী-১৪, ৩৭ ও ৪৩ ব্যাটলিয়নের একজন কর্মকর্তা, নয় জন জুনিয়র কর্মকর্তা ও ২১০ জন সৈনিক অংশ গ্রহণ করেন।