বাংলার খবর২৪.কম, খুলনা : পাইকগাছা উপজেলার কপিলমুনিতে অভিযান চালিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যানের ভাই এম আজাদ হোসেনের বাড়ি থেকে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।
বুধবার দুপুরে নম্বরবিহীন ১৫০ সিসির চোরাই পালসার মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।
তবে পুলিশি উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক আজাদ পালিয়ে যেতে সক্ষম হয়।
থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর দেড়টার দিকে পাইকগাছা থানার এস আই সাইদ হোসেনের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার কপিলমুনি ইউপি চেয়ারম্যান শাহাদাৎ হোসেন ডাবলুর ছোট ভাই এম আজাদ হোসেন মাসুমের বাড়িতে অভিযান চালায়।
অভিযান চালিয়ে একটি চোরাই নম্বরবিহীন কালো রংয়ের ১৫০ সিসি পালসার মোটর সাইকেল উদ্ধার করা হয়।
এস আই সাইদ জানান, তার বাড়িতে চোরাই গাড়ি আছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালিত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়িতে পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক আজাদ হোসেন পেছনের দরজা দিয়ে দ্রুত পালিয়ে যায়।
এলাকাবাসী জানায়, আজাদ হোসেন দীর্ঘদিন যাবত পুরনো গাড়ির ব্যবসা করে আসছিল। ধারণা করা হচ্ছে ঐ ব্যবসার অন্তরালে সে বিভিন্ন চোরাই সিন্ডিকেটের সাথে জড়িত থাকতে পারে।
তবে পুলিশ এ ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান