বাংলার খবর২৪.কম, ঢাকা : দুই ওপেনার তামিম ইকবাল ও ইমরুল কায়েসের রেকর্ড জুটিতে চট্টগ্রাম টেস্টের প্রথম দিন শেষে শক্ত অবস্থানে পৌঁছেছে স্বাগতিক বাংলাদেশ। সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে তামিম ইকবাল (১০৯) ও ইমরুল কায়েসের (১৩০) সেঞ্চুরিতে ২ উইকেটে ৩০৩ রান তুলে প্রথম দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ।
বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে ওপেনিং জুটিতেই ২২৪ রান তোলেন দুই ওপেনার তামিম ইকবাল ও ইমরুল কায়েস। ওপেনিংয়ে এটিই বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ জুটি। তামিম-ইমরুল সেঞ্চুরি তুলে নিয়ে আউট হয়ে যান । এই দুইটি উইকেট হারানোর পর প্রথম দিনে আর উইকেট হারাতে হয়নি স্বাগতিকদের। প্রথম দিন শেষে মমিনুল হক ৪৬ ও মাহমুদুল্লাহ ৫ রান নিয়ে ক্রিজে আছেন।
টেস্টের প্রথম দিনে ব্যাটিংয়ে এসে শুরু থেকেই দুর্দান্ত খেলতে থাকেন তামিম ইকবাল ও ইমরুল কায়েস। প্রথম থেকেই তামিম খেলেছেন তার স্বাভাবিক আক্রমনাত্মক খেলা। বিপরীতে ইমরুল কিছুটা ধীর গতিতে এগিয়েছেন। সময়ের ব্যবধানে দুজনেই তুলে নিয়েছেন সেঞ্চুরি।
শেষ পর্যন্ত দলীয় ২২৪ রানের মাথায় ১৭১ বল খেলে ১৪টি চার ও একটি ছক্কার সাহায্যে ১০৯ রান করে আউট হয়েছেন চট্টগ্রামের ছেলে তামিম।
তামিম উইকেটে থাকা অবস্থাতেই ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরির দেখা পান ইমরুল কায়েস। শেষ পর্যন্ত দলীয় ২৭২ রানে মাথায় আউট হয়ে যান ইমরুল। আউট হওয়ার আগে ২৫৭ বল খেলে ১২টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১৩০ রানের একটি ঝলমলে ইনিংস উপহার দিয়েছেন এই বামহাতি ওপেনার।
দুই সেঞ্চুরিয়ান আউট হওয়ার পর দিনের বাকি সময়টুকু মাহমুদুল্লাহকে সাথে নিয়ে নির্বিঘ্নে কাটিয়ে দিয়েছেন মমিনুল হক।
বৃহস্পতিবার মমিনুল ৪৬ ও মাহমুদুল্লাহ ৫ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান