বাংলার খবর২৪.কম, চট্টগ্রাম : চট্টগ্রামের ফৌজদারহাট এলাকায় একটি মালবাহী ট্রেনের বগি উল্টে চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
বুধবার সকাল সোয়া ১০টার দিকে ফৌজদারহাট স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে রেল কর্মকর্তারা জানান।
জানা যায়, ঢাকা থেকে চট্টগ্রাম বন্দরে যাওয়ার পথে মালবাহী ট্রেনটির তিনটি বগি লাইন থেকে বেরিয়ে উল্টে যায়। ফলে চট্টগ্রামের সঙ্গে ঢাকাসহ সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
ফৌজদারহাট রেল স্টেশনের মাস্টার শাহ আলম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত বগিগুলো সরাতে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান