পারভেজ বিন হাসান, ঢাকা : গ্রেফতারি পরোয়ানা আমার বিরুদ্ধে নয়, দেশের সকল মুক্তিযোদ্ধা এবং মহান মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এমন মন্তব্য করেছেন কৃষক, শ্রমিক, জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম।
বুধবার বিকেল ৪টায় রাজধানীর মোহম্মদপুর থানাধীন শ্যামলীর বাবর রোডের নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ২০১৩ সালের ৯ ফেব্রুয়ারি দলের বার্ষিক সম্মেলনে তৎকালীন স্বরাষ্টমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীরকে রাজাকার বলায় আমার বিরুদ্ধে এই পরোয়ানা। তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময় মহিউদ্দিন খান আলমগীর পাকিস্তানের দোসর, সহযোগী এবং বিশুদ্ধ রাজাকার ছিলেন। তিনি তখন পাকিস্তান সরকারের এডিসি ছিলেন। তার পরিচয় তুলে ধরায় সরকার ক্ষিপ্ত হয়ে মুক্তিযুদ্ধের চেতনাকে এভাবে লাঞ্ছিত করায় আমি বিস্মিত।
বঙ্গবীর বলেন, প্রকৃত রাজাকার এবং পাকিস্তানিদের পরিচয় করিয়ে দেওয়ায় আমার পুরস্কার পাওয়ার কথা ছিলো কিন্তু আইনের ভাষায় তিরস্কার পেলাম।
তিনি আরো বলেন, ৫০০ ধারায় দায়ের করা এই মামলার বাদী রুহুল আমিন মজুমদার নিজেকে মুক্তিযোদ্ধা বলেন। বর্তমানে তার বয়স ৫৭ বছর, মুক্তিযুদ্ধের সময় ছিলো ১৩ বা ১৪ বছর। তাকে মুক্তিযোদ্ধার সার্টিফিকেট দিয়েছেন একজন প্রতিমন্ত্রী ও সচিব। ওটা ভূয়া। কোনো প্রতিমন্ত্রী বা সচিবের সার্টিফিকেটে মুক্তিযোদ্ধা হওয়া যায়না।
তিনি বলেন, এখন মুক্তিযুদ্ধ নিয়ে রং তামাশা হচ্ছে। মুক্তিযুদ্ধের গৌরবকে ভূলণ্ঠিত করা হচ্ছে। একজন রাজাকারের করা মানহানির মামলায় মুক্তিযোদ্ধার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা মুক্তিযুদ্ধের জন্য চরম অপমান। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি।
এসময় তিনি মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে ডিসি, এসপি, পুলিশসহ পাকিস্তান সরকারের উচ্চ পদস্ত বঙ্গালি কর্মকর্তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাঁড় করানোর দাবি জানান।
তিনি বলেন, এখন প্রয়োজন দলীয় সংকীর্ণতার উর্ধ্বে ওঠা। কিন্তু সরকার তা পারে নাই। পারলে বাহবা পাবে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠের পর শুরু হয় সাংবাদিকদের প্রশ্ন পর্ব। এসময় মুক্তিযুদ্ধকালীন পাকিস্তান সরকারের সহযোগী কর্মকর্তা আর কারা কারা ছিলেন জানতে চাইলে বঙ্গবীর কাদের সিদ্দিকী ১৯৭৬/৭৭ সালের বাংলা সিভিল লিস্ট দেখে কয়েকজনের নাম উল্লেখ করেন।
তারা হলেন-এসএম শফিউদ্দিন আজম, এসএম সানাউল হক, মফিজুর রহমান, তৎকালীন ডিসি বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ফরাসউদ্দিন আহমদ, আবুল ফজল চৌধুরী, শায়েখ লতিফ, শামসুল হুদা, আশিকুর রহমান, মোফজ্জেল করিমসহ আরো অনেকে।
গ্রেফতারের বিষয়ে ভীত কিনা জানতে চাইলে তিনি এক বাক্যে সকল ভীতি-শঙ্কা উড়িয়ে দিয়ে বলেন, পরোয়ানা জারির পর থেকে আমি অপেক্ষায় আছি। তারা কখন এসে আমাকে গ্রেফতার করে নিয়ে যাবে।
এ বিষয়ে তার স্ত্রী নাসরীন সিদ্দিকীর কাছে জানতে চাইলে তিনি বলেন; বঙ্গবীর একজন মুক্তিযোদ্ধা, একজন রাজনীতিবিদ। তার বিরুদ্ধে অন্যায় করা হচ্ছে। এই অন্যায়ের বিরুদ্ধে তীব্র নিন্দা জানাচ্ছি। তাকে গ্রেফতার করা নিয়ে আমি বা আমার পরিবারের কেউ ভীত নই।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- দলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বীর প্রতীক ও যুগ্ম সম্পাদক ইকবাল সিদ্দিকী।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান