বাংলার খবর২৪.কম,, গাজীপুর : ইসলামিক ইউনির্ভাসিটি অব টেকনোলজি’র (আইইউটি) ২৮তম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। সমাবর্তনে ওআইসি ভুক্ত বিভিন্ন দেশের ২৬৫ জন শিক্ষার্থী অংশ নেন।
বুধবার সকালে গাজীপুরের বোর্ডবাজার ক্যাম্পাসে অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন (ওআইসি) পরিচালিত এই বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠিত হয়।
সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এম ইমতিয়াজ হোসেনে সভাপতিত্বে উপস্থিত ছিলেন- প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিজি অধ্যাপক আব্দুল মতিন পাটেয়ারি, বিশেষ অতিথি শিক্ষাসচিব নজরুল ইসলাম খান এবং ওআইসি সেক্রেটারি জেনারেলের পক্ষে ওআইসি’র এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মোহাম্মদ নাইম খান।
সমাবর্তনে ইলেট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বাংলাদেশি ছাত্র ফাহিম ফয়সালকে ওআইসি স্বর্ণপদক প্রদান করা হয়।
এছাড়া বিভিন্ন দেশের চারজন ছাত্রকে তাদের কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য আইইউটি স্বর্ণপদক প্রদান করা হয়।
সমাবর্তনে ১২টি বিভাগে পিএইচডি, মাস্টার্স ও স্নাতক ডিগ্রিধারী ২৬৫ জন শিক্ষার্থীকে আনুষ্ঠানিকভাবে সনদ প্রদান করা হয়।