বাংলার খবর২৪.কম: আধুনিক ও উন্নত সেবা দিতে বিটিসিএল রাজধানীর শেরেবাংলা নগর টেলিফোন এক্সচেঞ্জের প্রায় ৮ হাজার টেলিফোন নম্বর ৮ ডিজিটে পরিবর্তন করছে। এতে ‘৮১৫’ গ্রুপের সব নম্বর এবং ‘৮১১’ ও ‘৮১২’ গ্রুপের কিছু নম্বর ১২ আগস্ট মঙ্গলবার থেকে পর্যায়ক্রমে নতুন নম্বরদ্বারা পরিবর্তন করা হবে।
পুরোনো নম্বর ও পরিবর্তিত নতুন নম্বরের প্রথম পর্যায়ের তালিকা বিটিসিএলের অফিসিয়াল ওয়েবপেজে (www.btcl.gov.bd) পাওয়া যাবে। এ ছাড়া নম্বর পরিবর্তনের সঙ্গে সঙ্গে গ্রাহকদের তা জানিয়ে দেওয়া হবে।
টেলিফোন নম্বর পরিবর্তন সম্পর্কিত তথ্য জানতে গ্রাহকদের অফিস চলাকালীন ৮১৪২০০০, ৯১১৮৯১৯ ও ৮১১৭৪৪৪ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান