বাংলার খবর২৪.কম, ঢাকা: এসএমইকে অনুপ্রাণিত করতে পারলে কৃষির মতো শিল্পেও বিপ্লব ঘটানো সম্ভব উল্লেখ করে এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ বলেছেন, শিল্প বিকাশে প্রয়োজন এসএমইকে অনুপ্রাণিত করা এবং এগিয়ে নিয়ে যাওয়া।
বুধবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এসএমই ফাইন্যান্সিং ফেয়ার এবং এসএমই ব্যাংকিং অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
কাজী আকরাম বলেন, আমাদের দেশে এক সময় কৃষির অবস্থা বর্তমানের এসএমই’র মতো ছিল। সেখান থেকে আমরা কৃষির বিপ্লব ঘটিয়েছি। এ সময় তিনি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রতি অনুরোধ করে বলেন, আপনারা কোনোভাবেই ১০ শতাংশের ওপরে সুদের হার নির্ধারণ করবেন না। চেষ্টা করবেন এটা সিঙ্গেল ডিজিট অর্থাৎ ৯ শতাংশের মধ্যে রাখতে।
এসএমই খাতের উন্নয়নে বড় বাঁধাগুলো তুলে ধরে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, সহায়ক জামানত প্রদানে অপরাগতা, ব্যবসায় দক্ষতার অভাব, ঝুঁকি মোকাবেলায় সীমিত সামর্থ্য, ব্যবসায়িক সাফল্য সম্পর্কিত তথ্য সংরক্ষণ ও প্রদানে সীমাবদ্ধতা ইত্যাদি চ্যালেঞ্জ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের অর্থায়নে বড় বাধা।
তিনি এ সময় ব্যাংকগুলোর উদ্দেশ্যে বলেন, সহায়ক জামানত দিতে অপারগ আজকের উদ্যোক্তাটি ভবিষ্যতে বিশ্ব দাপিয়ে বেড়ানো কোনো মাল্টিন্যাশনাল ব্যবসায়ের অধিকারী হতে পারে। তাই আপনাদের সুচিন্তিতভাবে তরুণ ও উদ্ভাবনী উদ্যোক্তাদের প্রাথমিক মূলধন যোগানে এগিয়ে আসতে হবে। ঝুঁকি নিয়ে হলেও ক্ষুদ্র উদ্যোক্তাদের সহায়তা করার আহ্বান জানান তিনি।
যেসব প্রতিষ্ঠান উদ্যোক্তাদের প্রশিক্ষণ দেবে তাদের জন্য বিশেষ অনুদানের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে ১০টি ক্যাটাগরিতে পাঁচটি ব্যাংক ও তিনটি আর্থিক প্রতিষ্ঠানকে বর্ষসেরা এসএমই পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, শিল্প সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া এনডিসি। সভাপতিত্ব করেন এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান কে. এম হাবিব উল্লাহ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান