বাংলার খবর২৪.কম, চট্টগ্রাম : আজ বুধবার সফরে চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ সেনাবাহিনীর তিনটি ব্যাটেলিয়নকে ন্যাশনাল অ্যাওয়ার্ড প্রদান এবং চট্টগ্রামের দীর্ঘতম ফ্লাইওভারের নির্মাণকাজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
চট্টগ্রাম জেলা প্রশাসন সূত্র জানায়, প্রধানমন্ত্রী বুধবার সকাল ১০ টায় চট্টগ্রামে পৌঁছাবেন।
এরপর তিনি চট্টগ্রাম সেনাবাহিনীর ৩৪, ৩৬, এবং ৩৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্টকে জনসেবা ও জনস্বার্থে গুরুত্বপূর্ণ অবদান রাখায় জন্য এই অ্যাওয়ার্ড প্রদান করবেন।
শেখ হাসিনা এই সময় সেনাবাহিনীর ওই তিন ব্যাটেলিয়ন অধিনায়কের হাতে জাতীয় পতাকা তুলে দেবেন।
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সূত্র জানায়, ৪৬২ কোটি টাকা ব্যয়ে পাঁচ হাজার দু’শত মিটার দৈর্ঘের এ ফ্লাইওভারটি নির্মাণ কাজের ঠিকাদারী প্রতিষ্ঠান নিযুক্ত হয়েছে ম্যাক্স রযাস্কিন জেভি।
নির্মাণ কাজ ১২ নভেম্বর শুরু হয়ে ২০১৬ সালের মধ্যে সম্পন্ন হবে বলে জানিয়েছেন সিডিএ চেয়ারম্যান আবদুছ সালাম। –