বাংলার খবর২৪.কম : রাজধানীর দক্ষিণখানের কাউলায় কেরোসিনের চুলা বিস্ফোরণে দগ্ধ হয়ে মো. সজীব মিয়া (৩০) নামে এক দোকানির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার রাত ৯টার দিকে তিনি মারা যান।
সজীবের চাচাতো ভাই মো. ইব্রাহিম জানান, সজীব কাউলার আবুল কাশেমের ছেলে এবং স্থানীয় বাসিন্দা ছিলেন । সজীব ফুটপাতের দোকানে পুরি, চা, পেঁয়াজু বিক্রি করতেন। মঙ্গলবার সকালে কেরোসিনের চুলায় পাম্প করার সময় বিস্ফোরিত হয়ে সে গুরুতর আহত হয় ।
বিস্ফোরণে তার শরীরের ৮৫ শতাংশ পুড়ে যায়। এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। পরে রাত নয়টার দিতে তার মৃত্যু হয়।
ঢাক মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাম্প ইনচার্জ মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান