বাংলার খবর২৪.কম, সিলেট : সিলেটে দুই অনুষ্ঠানে আসছেন ছয় মন্ত্রী! এর মধ্যে তিন মন্ত্রী, দুই প্রতিমন্ত্রী আর এক উপমন্ত্রী। এ যেন মন্ত্রীদের মিলনমেলা! বৃহস্পতিবার দুটি পৃথক অনুষ্ঠান উপলক্ষে সিলেট আসছেন এসব মন্ত্রী-প্রতিমন্ত্রী-উপমন্ত্রী।
মন্ত্রীদের মধ্যে রয়েছেন- অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।
অন্যদিকে প্রতিমন্ত্রীরা হচ্ছেন- অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার। এছাড়া যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়ও আসছেন সিলেট।
জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় সিলেটে নির্মিত ‘বাফুফে ফুটবল একাডেমির উদ্বোধন হচ্ছে। ওই উদ্বোধনী অনুষ্ঠানে এসব মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা উপস্থিত থাকবেন। এই অনুষ্ঠানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মো. সালাউদ্দিন, ফিফা’র ডেভলাপমেন্ট অফিসার ড. শাজি প্রবাকরণ ও ফিফা’র টেকনিক্যাল অফিসিয়াল মি. ভাইথিলিঙ্গাম সুব্রামানিয়ামও উপস্থিত থাকবেন।
একইদিন নবনির্মিত সিলেট জেলা ক্রীড়া কমপ্লেক্স ও ‘রূপালী ব্যাংক ৩৩তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ-২০১৪’ এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী, অর্থ প্রতিমন্ত্রী এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।
এদিকে একসঙ্গে এতোজন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী সিলেট আসায় চলছে সাজ সাজ রব। সংশ্লিষ্টরা তো বটেই, সাধারণ মানুষের মাঝেও মন্ত্রীদের এই সফর নিয়ে আগ্রহের কমতি নেই। একই এই ছয় মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর সফরকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থাও কঠোর থাকবে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. রহমত উল্লাহ।