বাংলার খবর২৪.কম, ঢাকা : ৬ষ্ঠ জাতীয় স্নাতক গণিত অলিম্পিপয়াড ২০১৪ সিলেট অঞ্চলের প্রতিযোগিতা আগামী ২৯ নভেম্বর। ওইদিন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) গণিত বিভাগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ গণিত সমিতির তত্ত্বাবধানে ও এএফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় এ প্রতিযোগিতার আয়োজন করছে শাবিপ্রবির গণিত বিভাগ। প্রতিযোগিতার সেরা ১০ প্রতিযোগী আগামী ১২ ডিসেম্বর শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ এফ মুজিবুর রহমান গণিত ভবনে অবস্থিত গণিত বিভাগে অনুষ্ঠিতব্য অলিম্পিপয়াডের চূড়ান্ত পর্বে অংশগ্রহণের সুযোগ পাবে।
প্রতিযোগিতায় সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনা জেলায় অবস্থিত বিশ্ববিদ্যালয় (পাবলিক ও প্রাইভেট) এবং বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ডিগ্রি কলেজ বা ইন্সটিটিউটের স্নাতক পর্যায়ের গণিত, বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তি সংশ্লিষ্ট বিভাগ বা ডিসিপ্লিনের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবেন।
একজন তত্ত্বাবধায়ক শিক্ষকসহ একটি প্রতিষ্ঠানের কোনো বিভাগ বা ডিসিপ্লিন থেকে সর্বোচ্চ ১০ জন প্রতিযোগী অংশগ্রহণ করতে পারবেন। তবে আয়োজক শাবিপ্রবির গণিত বিভাগ থেকে সর্বোচ্চ ২০ জন প্রতিযোগী অংশগ্রহণ করতে পারবেন।
অংশগ্রহণে আগ্রহী শিক্ষার্থীদের আগামী ২৫ নভেম্বর মঙ্গলবারের মধ্যে শাবিপ্রবি গণিত সমিতির ওয়েবসাইট www.sustmatharena.com এর মাধ্যমে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। তবে তাদের অংশগ্রহণের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আয়োজক কমিটি। প্রতিযোগিতার রেজিস্ট্রেশন ফি ১০০ টাকা।
অলিম্পিপয়াড ও রেজিস্ট্রেশন সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে ভিজিট করুন www.sustmatharena.com ওয়েবসাইটে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান