বাংলার খবর২৪.কম, বরিশাল : গত দুই মাসে বরিশালে ১৫টি হত্যাকাণ্ডর ঘটনা ঘটেছে। এছাড়াও ২৩শিশু নির্যাতনের শিকার হয়েছে। সোমবার দুপুরে মাসিক আইনশৃঙ্খলা সভায় এ তথ্য জানানো হয়।
সেপ্টেম্বর ও অক্টোবর মাসে বরিশাল জেলায় মোট ৫৫৬টি অপরাধমূলক কর্মকাণ্ড ঘটেছে। এরমধ্যে সর্বাধিক মাদকদ্রব্য আইনে মাদক সেবন ও বিক্রির দায়ে ১৫৩টি মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও ৫৩টি নারী নির্যাতনের ঘটনা ঘটেছে।
সভায় মাদক নিয়ন্ত্রণের লক্ষ্যে নভেম্বর মাসের মধ্যে বরিশাল নগরীতে পাঁচটি, ১০ উপজেলায় ১০টি এবং পাঁচ পৌর এলাকায় পাঁচটিসহ জেলায় মোট ২০টি সচেতনতামূলক আলোচনা সভা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। পাশাপাশি টেন্ডারবাজি রোধে আইন-শৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে।
টেন্ডারবাজি রুখতে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও বিভাগীয় কমিশনার দফতরে একটি করে টেন্ডার বক্স রাখার জন্য সংশ্লিষ্ট দফতরকে অনুরোধ করা হয়েছে।
পরিসংখ্যানে বলা হয়েছে, গত মাসে বরিশালে ১৪৫টি মোবাইল কোর্ট বসানো হয়েছে। এতে ৫২৬টি মামলাসহ ৫৪৯ ব্যক্তির কাছ থেকে ১৪ লাখ ৩৫ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
প্রায় তিন ঘণ্টাব্যাপী এ আলোচনা সভায় সভায় উপস্থিত ছিলেন- বরিশাল-২ আসনের সংসদ সদস্য এডভোকেট তালুকদার মোহাম্মাদ ইউনুছ, জেলা পুলিশ সুপার একেএম এহসান উল্লাহ, উপজেলা পুলিশ কমিশনার মো. গোলাম রউফ পিপিএম, সিভিল সার্জন ডা. এটিএম মিজানুর রহমান, জেলার সব পৌর মেয়র ও উপজেলা চেয়ারম্যান, জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট মা. কামাল হোসেন, প্রেসক্লাব সভাপতি কাজী আবুল কালাম আজাদ প্রমুখ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান