বাংলার খবর২৪.কম, নীলফামারী : নীলফামারী সীমান্তে ভারতীয় তিস্তাবস্তি বিএসএফ ক্যাম্পের জোয়ানরা অবৈধভাবে প্রবেশ করে বাংলাদেশিদের উপর গুলি চালিয়েছে। এতে মোশাররফ হোসেন (৩২) নামে এক বাংলাদেশি জেলে গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার বিকেল সোয়া ৫ টার দিকে ডিমলা উপজেলার তিস্তানদীর উত্তর চর খড়িবাড়ি সীমান্তের ৭৯৮ নম্বর পিলারের পাশে উত্তর চরখড়িবাড়ি নামক স্থানে এ ঘটনা ঘটে।
আহত মোশারফকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
এলাকাবাসী জানায়, চরখড়িবাড়ী গ্রামের আব্দুস সামাদের ছেলে মোশাররফ হোসেন তিস্তা নদীতে জাল ফেলে মাছ ধরছিল এবং এলাকার আরো ১০/১২ জন কৃষক চরের জমিতে ভুট্টার চারা রোপণ করছিল।
এ সময় ভারতীয় তিস্তাবস্তি বিএসএফের ক্যাম্পের সাত জন সদস্য বাংলাদেশ অংশের আটশ’ গজ ভেতরে অবৈধভাবে প্রবেশ করে। এরপর তারা বাংলাদেশি জেলে মোশাররফকে জোরপূর্বক ভারতে নিয়ে যাওয়ার চেষ্টা চালায়।
এসময় ভুট্টা ক্ষেতে থাকা বাংলাদেশি কৃষকরা প্রতিবাদ করে বিএসএফদের ঘেরাও করলে বিএসএফ এলোপাতাড়ি গুলি বর্ষণ করতে থাকে। এ সময় মোশাররফের ডান পায়ের হাটুতে গুলি লাগলে তিনি গুরুতর আহত হন।
এরপরে বিএসএফ ফাঁকা গুলি করতে করতে ভারতের ভূখণ্ডে চলে যায়।
ঘটনাস্থলে থাকা ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ি ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সাইদুর রহমান সাধু জানান, গুলিবিদ্ধ জেলেকে উদ্ধার করে মাইক্রোবাসে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম শাহীন জানান, এ ঘটনায় ওই সীমান্তে উত্তেজনা বিরাজ করছে।
এ ব্যাপারে বিজিবির চরখড়িবাড়ি সীমান্ত ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার সাইদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় ভারতের তিস্তাবস্তি বিএসএফের ক্যাম্পে প্রতিবাদ জানানো হবে এবং এলাকায় টহল জোরদার করা হয়েছে।