বাংলার খবর২৪.কম, ঢাকা : দীর্ঘ প্রতিক্ষার পর শুরু হয়েছে ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেট। আর মঙ্গলবার আসরের প্রথম দিনে নিজ নিজ দলের হয়ে জয় পেয়েছে পাটেক্স স্পোটিং ক্লাব, গাজী ট্যাঙ্ক ক্রিকেটার্স ও প্রাইম দোলেশ্বর।
দেশের তিনটি ভেন্যুতে অনুষ্ঠিত ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ১১ রানে হারিয়েছে পারটেক্স স্পোটিং ক্লাব। অপর ম্যাচে ওল্ড ডিওএইচএসকে ২৪৭ রানের বিশাল ব্যাবধানে হারিয়েছে গাজী ট্যাঙ্ক ক্রিকেটার্স। সর্বশেষ ম্যাচে কলাবাগান ক্রীড়া চক্রকে ১৩৯ রানের ব্যবধানে হারিয়েছে প্রাইম দোলেশ্বর।
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে শেখ জামাল এবং পারটেক্স স্পোটিং ক্লাবের ম্যাচটি। টস জিতে প্রথমে ব্যাটিং রতে নেমে রোশান সিলভার সেঞ্চুরিতে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ২০০ রান তোলে। দলের পক্ষে রোশান সিলভা সর্বোচ্চ ১১১ রান করেন।
এরপর জয়ের জন্য ২০১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে আট উইকেট হারিয়ে ১৮৯ রান তুলতে সক্ষম হয় শেখ জামাল। ফলে ১১ রানের পরাজয় মেনে নিয়ে মাঠ ছাড়তে হয় ধানমন্ডির ক্লাবটিকে।
মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে গাজী ট্যাঙ্ক ক্রিকেটার্স ও ওল্ড ডিওএইচএসের ম্যাচটি। টস জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ওভারে ছয় উইকেটে ৩৫৭ রানের বিশাল সংগ্রহ দাড় করায় গাজী ট্যাঙ্ক। দলের পক্ষে আজহার জাহেদীর সর্বোচ্চ ১৪১ রান করেন।
জবাবে ৪১.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে মাত্র ১১০ রান তুলতে সামর্থ হয় ওল্ড ডিওএইচএস। ফলে ২৪৭ রানের বড় জয় পায় গাজী ট্যাঙ্ক ক্রিকেটার্স।
দিনের শেষ ম্যাচে কলাবাগান ক্রীড়া চক্রের বিপক্ষে ১৩৯ রানের জয় পেয়েছে প্রাইম দোলেশ্বর। ম্যাটটি অনুষ্ঠিত হয়েছে বিকেএসপির ৩ নাম্বার মাঠে। টস জিতে প্রথম ব্যাট করে নির্ধারিত ওভারে ৮ উইকেটে ২৭৩ তোলে প্রাইম দোলেশ্বর। দলে পক্ষে আসিফ আহমেদ সর্বোচ্চ ৬৩ রান করেছেন।
এরপর ২৭৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে মাত্র ৩৮.৪ ওভারে ১৩৪ রান তুলেই গুটিয়ে যায় কলাবাগান। ফলে ১৩৯ রানের বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে প্রাইম দোলেশ্বর।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান