বাংলার খবর২৪.কম, ঢাকা : দলের ভাইস চেয়ারম্যান ও যুগ্ম-মহাসচিবদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
বুধবার রাত ৯টা ৫ মিনিটে চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে খালেদা জিয়ার সভাপতিত্বে এ মতবিনিময় শুরু হয়। শেষ হয় রাত পৌনে ১২টায়।
মতবিনিময়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের ভাইস চেয়ারম্যান এম মোর্শেদ খান, শাহ মোয়াজ্জেম হোসেন, এয়ার ভাইস মার্শাল ( অব:) আলতাফ হোসেন চৌধুরী, আলহাজ¦ হারুন আল রশিদ, চৌধুরী কামাল ইবনে ইউসূফ, বেগম সেলিমা রহমান, মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদ, ও শমসের মবিন চৌধুরী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য দেশের বাহিরে অবস্থান করছেন সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, সাদেক হোসেন খোকা, কাজী শাহ মোফাজ্জল হোসেন (কায়কোবাদ), এছাড়া জেলে আটক রয়েছেন ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু, মারা গেছেন সৈয়দা রাজিয়া ফয়েজ। অনুপস্থিত ছিলেন বেগম রাবেয়া চৌধুরী ও আব্দুল্লাহ আল নোমান।
যুগ্ম-মহাসচিব আমান উল্লাহ আমান, মিজানুর রহমান মিনু, বরকত উল্লাহ বুলু, মো. শাহজাহান, ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকন, এডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, সালাহ উদ্দিন আহমেদ প্রমুখ এ বৈঠকে অনুপস্থিত ছিলেন।
এছাড়াও সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খন্দকার, মুজিবুর রহমান সারোয়ার, মশিউর রহমান, হারুনুর রশিদ, আসাদুল হাবিব দুলু, সাখায়াত হাসান জীবন প্রমুখ উপস্থিত ছিলেন।