বাংলার খবর২৪.কম, ঢাকা : বিদেশি লিগ খেলার ব্যাপারে অলরাউন্ডার সাময়িক যে নিষেদ্ধাজ্ঞা আছে তা অচিরেই উঠিয়ে নেওয়া হতে পারে। এমনটিই ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।
মঙ্গলবার আইসিসির সভা শেষে দেশে ফিরে সংবাদ মাধ্যমের মুখোমুখী হয়ে বিসিবি প্রধান বলেছেন, ‘সাকিব বিশ্বমানের খেলোয়াড়। মৌখিকভাবে ও আমাকে বলেছিল, বিদেশে খেলার ব্যাপারে ছাড়পত্র পেতে একটা চিঠি দিতে চায়।
আমি বলেছিলাম, খেলার ওপর সব নির্ভর করবে। তবে গত দুই ম্যাচে ও যা খেললো, তাতে এখন আবেদন করলে, না করাটা খুব কঠিন হয়ে যাবে।’
এ সময় তিনি আরও বলেন, ‘আমি দেখেছি, ওর কিছু ইতিবাচক পরিবর্তন হয়েছে এবং মাঠেও তার প্রতিফলন হচ্ছে। ওকে ছাড় দেওয়া যায়। তবে বোর্ড মিটিংয়ে বসেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’
উল্লেখ্য, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গত ৭ জুলাই সাকিব আল-হাসানকে ছয় মাস নিষিদ্ধ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাশাপাশি আগামী বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বিদেশি লিগে খেলার ছাড়পত্র পাবেননা সাকিব এ বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয় বিসিবি কর্তৃক।
পরে বর্তমান বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডারের শাস্তির মেয়াদ কমায় বিসিবি। ফলে গত ১৫ সেপ্টেম্বর থেকে ক্রিকেটে ফিরতে পারে সাকিব। কিন্তু সেটা কেবল আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে। বিদেশি লিগ খেলার ছাড়পত্র না দেওয়ার ব্যাপারে আগের সিদ্ধান্তেই অটল ছিলো বিসিবি। অবশেষে এটি তুলে নেওয়ার আশ্বাস দিলো বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা বিসিবি।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান