বাংলার খবর২৪.কম, ঢাকা : টাঙ্গাইলের মির্জাপুরের সোহাগপাড়া গ্রামে আগুনে পুড়িয়ে মা ও তিন মেয়েকে হত্যা মামলার প্রধান আসামি জাহাঙ্গীর আলমকে একমাসেও গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে তাকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে দাবি করেছে মির্জাপুর থানা পুলিশ।
মঙ্গলবার বিকেলে মামলার তদন্ত কর্মকর্তা এসআই শ্যামল দত্ত মামলাটির তদন্তের অগ্রগতি সম্পর্কে জানানোর সময় জাহাঙ্গীরকে গ্রেফতার না করতে পারার কথা স্বীকার করেন।
এদিকে ঘটনার প্রায় একমাস ছয়দিন অতিবাহিত হয়েছে। এরপরও প্রধান আসামি গ্রেফতার না হওয়ায় নিহতদের স্বজনদের মনে সৃষ্টি হয়েছে হতাশা।
এ বিষয়ে এসআই শ্যামল দত্ত বলেন, জাহাঙ্গীরকে গ্রেফতারে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে। আশা করছি শিগগিরই তাকে গ্রেফতার করা সম্ভব হবে।
তিনি আরো জানান, মা ও তিন মেয়েকে পুড়িয়ে হত্যার মামলায় এ পর্যন্ত ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। প্রধান আসামিকে গ্রেফতার করা গেলেই চার্জশীট দেওয়া হবে।
উল্লেখ্য, বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় গত ৬ অক্টোবর ভোর রাতের দিকে মির্জাপুর উপজেলার দক্ষিণ সোহাগপাড়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী মজিবুর রহমানের স্ত্রী হাসনা বেগম, তার তিন মেয়ে মনিরা আক্তার, মীম আক্তার ও মলি আক্তারকে ঘরের ভেতর পেট্রল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়।
মজিবুরের শ্যালক মোফাজ্জল হোসেন বাদী হয়ে একই গ্রামের বখাটে জাহাঙ্গীরকে প্রধান এবং তার বাবা বাহার উদ্দিন, চাচা আবুল কাশেম, আবুল কালাম, বদর উদ্দিন, খোরশেদ, চাচাতো ভাই নুর মোহাম্মদ নিপু, একই গ্রামের মোগর আলী, খবির উদ্দিন ও শাহ আলমকে আসামি করে মির্জাপুর থানায় মামলা দায়ের করেন।