বাংলার খবর২৪.কম,ঢাকা : নিজের পায়ে তলার মাটি শক্ত করার তাগিদে মহিলারা আজকাল গর্ভধারণ করতে চাননা৷ সম্প্রতি এক গবষণায় দেখা গিয়েছে ভারতের প্রায় ২০ শতাংশ মহিলা সন্তানধারণ করতে নারাজ৷ তারা স্বামী বা প্রেমিকের কাছ থেকে সহবাসের আস্বাদ গ্রহণ করলেও সন্তানধারণের ক্ষেত্রে তারা পিছিয়ে আসেনষ গ্লোবাল রিপোর্টে দেখা গিয়েছে ভারতের প্রতি পাঁচজন মহিলার মধ্যে একজন চাকরি বা অন্য ক্ষেত্রে সক্ষম হওয়ার পরেও মন থেকে সন্তান কামনা করেননা৷
এই রিপোর্টে আরও একটি তথ্য সামনে এসেছে৷ তাতে দেখা গিয়েছে দেশের ১৫ থেকে ১৯ বছরের মেয়েরা গর্ভনিরোধকের আধুনিক পদ্ধতি ছেড়ে পারম্পরিক পদ্ধতিগুলিকে বেশি গুরুত্ব দেন৷ এই রিপোর্ট অনুযায়ী দেশের মহিলারা এখনও গর্ভনিরোধকের জন্য অস্ত্রপচারের সাহায্য নেন৷ তেমনই দেশের দুই শতাংশ পুরুষেরও এই ক্ষেত্রে অস্ত্রপচারই ভরসা৷ এই রিপোর্ট অনুযায়ী, ২০১৩ সালে ভারতে অনিচ্ছাকৃত সন্তানধারণের সংখ্যা ছিল ৪৫.৭১ লক্ষ৷ ২০১২ সালের তুলনায় এটি অনেকটাই কম৷ গর্ভনিরোধক ব্যবহারের ফলেই এই পরিবর্তন বলে মনে করছেন বিশেষজ্ঞরা৷
শিরোনাম :
মহিলারা সহবাস চান, সন্তান নয়
- বাংলার খবর ডেস্ক :
- আপডেট টাইম : ০১:৫২:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০১৪
- ১৬১৩ বার
Tag :
জনপ্রিয় সংবাদ