বাংলার খবর২৪.কম, ঢাকা : পূর্ব নির্ধারিত সময়ে অর্থাৎ আগামী বছরের এপ্রিলেই বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান ক্রিকেট দল। এ বিষয়ে তারা মৌখিক সম্মতিও দিয়েছে। এমনটিই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।
আইসিসি সভা শেষে দেশে ফিরে বিসিবি সভাপতি বলেছেন, ‘পাকিস্তানে গিয়ে খেলার মতো পরিস্থিতি এখনো তৈরি হয়নি। আমাদের জাতীয় দলকে সেখানে পাঠানো মতো পরিস্থিতিও তৈরি হয়নি। শেষ পর্যন্ত ওরা রাজি হয়েছে (বাংলাদেশে আসার ব্যাপারে)। মৌখিকভাবে ওরা জানিয়েছে, এপ্রিলে বাংলাদেশে আসবে ওরা।’
পাকিস্তান দলের আগামী এপ্রিলে বাংলাদেশ সফরে আসার কথা অনেক আগে থেকেই ঠিক ছিল। কিন্তু হঠাৎ করেই বেঁকে বসে ওরা। ফলে অনিশ্চয়তা তৈরি হয়েছিল পাক-বাংলাদেশ সিরিজ।
অবশেষে পাকিস্তান মৌখিক সম্মতি দেওয়াতে সিরিজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা অনেক উজ্জল হলো।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান