বাংলার খবর২৪.কম, ঢাকা: তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, খেলাধুলার জগতে প্রতিযোগিতা আছে কিন্তু ফাউল করলে লালকার্ড। রাজনীতির ক্ষেত্রেও নিয়মবহির্ভূতভাবে ক্ষমতা দখলের চেষ্টা করলে লালকার্ড পেতে হবে।
মঙ্গলবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবনে বাফুফের লটারি ২০১৪ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ফুটবলের ক্ষেত্রে যেমন আমরা ফাউল করা খেলোয়াড় রাখি না তেমনি রাজনীতিতেও ফাউল করলে তার জায়গা নেই। জঙ্গিবাদের সাথে সম্পর্ক রাখা, নাশকতা, মিথ্যাচার ও ইতিহাসবিকৃতি রাজনীতির ফাউল।
খারাপ খেলোয়াড়ের বদলে দেশপ্রেমে উদ্বুদ্ধ সুশৃঙ্খল খেলোয়াড় আমরা চাই।
তিনি আরো বলেন, ইংরেজ আমলেও ফুটবলকে কেন্দ্র করে জাতিসত্তার প্রকাশ ঘটেছে। স্বাধীনতার পূর্বে পাকিস্তানিদেরকেও পরাজিত করে বাঙালিরা ফুটবলের মাধ্যমে নিজস্ব গৌরব প্রতিষ্ঠা করেছে।
এসময় মন্ত্রী আরো বলেন, ক্রীড়া ক্ষেত্রেই হোক, শিল্প-সাহিত্যের ক্ষেত্রেই হোক ভালো লাগা থাকতে হবে। শখ থাকতে হবে, আকর্ষণ থাকতে হবে। বয়স হলেও এর কমতি হয় না। এ কারণেই দেশের খ্যাতিমান ক্রীড়াবিদরা এখন ক্রীড়াঙ্গনে জড়িয়ে আছেন।
দেশের মানুষ যদি ক্রীড়াঙ্গন নিয়ে উৎসাহী না থাকে তবে দেশ সামনে এগুতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, অন্ধকার থেকে যে আলোর জগতে আমরা প্রবেশ করছি, সেখানে ক্রীড়াঙ্গনে সাফল্যের বিকল্প নেই। আমরা ক্রিকেটে অনেক দূর এগিয়েছি, ফুটবলেও আগামী পাঁচবছরে দক্ষিণ এশিয়ায় শীর্ষস্থান অর্জন করতে পারবো।
বাফুফের লটারি কিনতে সকলকে উৎসাহিত করে মন্ত্রী বলেন, আপনারা যদি ভাল ফুটবল দেখতে চান তাহলে ২০ টাকা দিয়ে একটি লটারির টিকেট কিনুন। আপনার এই অংশগ্রহণ ফুটবল জগতে বিশাল অবদান রাখবে।
এ সময় আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও সাফ সভাপতি কাজী মো. সালাউদ্দিন, বাফুফে’র সিনিয়র সহ-সভাপতি ও লটারি কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুশের্দী এবং লটারি পরিচালনাকারী জেকে ইন্টারন্যাশনালের কর্ণধার মো. আলম কবীর প্রমুখ।
উল্লেখ্য দেশের সকল মোবাইল কোম্পানি ২০ টাকা মূল্যের টিকেট এসএমএস এর মাধ্যমে বিক্রয়ে এগিয়ে এসেছে। যেকোনো মোবাইল থেকে নভভ লিখে ১৬৩২৯ নম্বরে পাঠালে ফিরতি এসএমএস এ টিকেট নম্বরটি জানা যাবে। ত্রিশ লাখ টাকা অথবা একটি ফ্ল্যাট প্রথম পুরস্কারসহ মোট ১১৬৫টি পুরস্কারের লটারি ড্র ২৮ ডিসেম্বর ২০১৪ তারিখে অনুষ্ঠিত হবে।