বাংলার খবর২৪.কম, ঢাকা : তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম দু’টিতে হেরে ইতোমধ্যেই সিরিজ হার নিশ্চিত হয়েছে সফরকারী জিম্বাবুয়ে দলের। প্রথম টেস্টে কম ব্যবধানে হারলেও দ্বিতীয় টেস্টে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে দাঁড়াতেই পারেনি সফরকারীরা। আরও পরিষ্কার করে বললে দ্বিতীয় টেস্টে সাকিব আল-হাসানের কাছেই হেরে গেছে জিম্বাবুয়ে। তবে জিম্বাবুয়ের অভিজ্ঞ ব্যাটসম্যান হ্যামিল্টন মাসাকাদজা মনে করেছেন শেষ টেস্টে ঘুরে দাঁড়াবে তারা।
মঙ্গলবার চট্টগ্রামে অনুশীলন শেষে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে মাসাকাদজা বলেন, ‘আসলে কন্ডিশনই ম্যাচের পার্থক্য গড়ে দিচ্ছে। (বাংলাদেশের) স্পিনারদের বিরুদ্ধে দলের সবাইকে সংগ্রাম করতে হচ্ছে। তবে, আশাকরি শেষ টেস্টে ঘুরে দাঁড়াবো আমরা।’
প্রথম দুই টেস্টে সফরকারীদের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিলো স্বাগতিকদের সবচেয়ে বড় অস্ত্র সাকিব আল-হাসান। তাই শেষ টেস্টে সাকিবকে নিয়ে কেমন পরিকল্পনা থাকছে-এমন প্রশ্নে মাসাকাদজা বলেছেন, ‘সাকিবই আমাদের মূল বাধা। এখানে আসার আগেও আমরা ওকে (সাকিব) নিয়ে আলাদা আলোচনা করেছি। শেষ টেস্টেও তাকে নিয়ে অবশ্যই আমাদের আলাদা পরিকল্পনা থাকবে।’
শেষ টেস্টে দলগত লক্ষ্য কি থাকছে-এমন প্রশ্নে জিম্বাবুয়ে দলের সবচেয়ে অভিজ্ঞ এই ক্রিকেটার বলেছেন, ‘আমরা শেষ টেস্টটি জেতার সর্বোচ্চ চেষ্টাই করব। অনেকদিন ধরে আমরা এখানে জিততে পারছি না। তাই চট্টগ্রামে শেষ টেস্ট জিতে ওয়ানডের জন্য আত্মবিশ্বাস বাড়াতে চাই।’