বাংলার খবর২৪.কম, ঢাকা : নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস বার্লিন দেওয়াল পতনের ২৫ বছর উপলক্ষে এক অনুষ্ঠানে দারিদ্র্যের প্রাচীর চূর্ণ করার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।
জার্মানির বার্লিনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে ড. ইউনূস এ আহ্বান জানান।
প্রায় দুই লক্ষ মানুষের সমাগম সেই সাথে আতশবাজি, সাদা বেলুন ও গানে প্রধ্বনি প্রদীপ্ত করে তুলেছিল অনুষ্ঠানটি।
ড. ইউনূস বলেন, বিদ্যমান ধনী এবং উন্নয়নশীল দরিদ্র্য দেশগুলোর মধ্যকার বিভেদ ভাঙ্গার শপথ আমাদের অবশ্যই নিতে হবে।
তিনি আরো বলেন, আজ বিশ্বে পৃথক সম্প্রদায় বাধাস্বরুপ কিন্তু বার্লিনের পতন বিশ্বব্যাপী মানুষের এক হওয়ার আশার প্রদান করে।
১৯৮৯ সালের ৯ নভেম্বর এ দেওয়ালটি ভেঙ্গে দেওয়া হয়েছিল।
জার্মান প্রেসিডেন্ট জাচিম গুউক, প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভ, বার্লিনের মেয়র ক্লাস ববেরেইত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়া উইকিপিডিয়ার প্রতিষ্ঠাতা জিমি ওয়েলস ও পলিশ সলিডারিটি নেতা লেচ ওয়েলসা এসময় উপস্থিত ছিলেন।
এর আগে জার্মান চ্যান্সেলর এঙ্গেলা মার্কেল গ্রান্ডারমেনটার্ক হলে ড. ইউনূসকে অর্ভ্যথনা জানান। ১৯৬১ সালে স্নায়ু যুদ্ধের সময় পূর্ব ও পশ্চিম বার্লিন পৃথক করেছিল এই বার্লিন দেওয়াল নির্মাণের মাধ্যমে। এটি ইউরোপ এবং গোটা বিশ্বের মতাদর্শিক বিভাজনের প্রতীক।