বাংলার খবর২৪.কম, চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বাড়াদি সীমান্তে সাউন্ড গ্রেনেড মেরে গরু ব্যবসায়ী জাকির হোসেনকে (৩২) হত্যা করেছে বিএসএফ। পরে লাশটি মাথাভাঙ্গা নদীতে ফেলে দেয়। দীর্ঘ ৪১ ঘণ্টা পর সোমবার রাত ১০টার দিকে মাথাভাঙ্গা নদী থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ ।
জানা যায়, সোমবার রাতে এলাকাবাসী উপজেলার কামার পাড়া সীমান্তের ৮২ নং মেইন পিলার বরাবর বাংলাদেশের অভ্যন্তরে মাথাভাঙ্গা নদীর চরে জাকির হোসেনের লাশ দেখে বাড়াদি বিজিবি ক্যাম্পে এবং দামুড়হুদা থানা পুলিশে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। লাশ ময়না তদন্তের জন্যে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাড়াদি বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার মসলেম উদ্দিন জানান, বিএসএফ তাকে হত্যা করে মাথাভাঙ্গা নদীতে ফেলে দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। চুয়াডাঙ্গা ৬ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল জানান, জাকিরের লাশ মাথাভাঙ্গা নদী থেকে উদ্ধার করা হয়েছে। কীভাবে হত্যা হয়েছে ময়না তদন্ত করলে জানা যাবে।
উল্লেখ্য, গত শুক্রবার দিবাগত রাতে কামার পাড়া গ্রামের জাকির হোসেনসহ ৯-১০ জন গরু ব্যবসায়ী সীমান্তের ৮২ নং মেইন পিলারের কাছ দিয়ে ভারতের গোবিন্দপুর গ্রামে গরু কেনার উদ্দেশ্যে যায় ।
শনিবার ভোর ৫টার দিকে একই পিলারে কাছ দিয়ে গরু নিয়ে বাংলাদেশে প্রবেশের সময় বিজয়পুর ক্যাম্পের টহলরত বিএসএফ তাদের লক্ষ করে পরপর দুটি সাউন্ড গ্রেনেড ছুঁড়ে মারে।
এতে জাকির হোসেন ঘটনা স্থলেই নিহত হয়। অন্যরা পালিয়ে যায়। এরপর বিএসএফ তার লাশ মাথাভাঙ্গা নদীতে ফেলে দেয় ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান