বাংলার খবর২৪.কম,রংপুর : রংপুরে ৩৩ জামায়াত-শিবিরনেতাকর্মীসহ ৮৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে পুলিশের বিশেষ অভিযানে এসব আসামীকে গ্রেফতার করা হয়।
রংপুর গোয়েন্দা পুলিশের সিনিয়র কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, রংপুর সদর, কাউনিয়া, পীরগাছা, মিঠাপুকুর, পীরগঞ্জ, তারাগঞ্জ, বদরগঞ্জ ও গঙ্গাচড়া উপজেলায় পুলিশ সাড়াশি অভিযান চালায়। অভিযানে চাঁদাবাজি, সন্ত্রাসী, হত্যা চেষ্টা, ডাকাতিসহ অন্যান্য মামলায় সাজাপ্রাপ্ত পলাতক এসব আসামীকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
রমেক চত্বরে ফলজ চারা রোপন কার্যক্রম শুরু
জলবায়ু পরিবর্তন মোকাবেলার লক্ষ্যে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে ৫ হাজার ফলজ বৃক্ষচারা রোপনের কার্যক্রম শুরু করেছে কলেজ কর্তৃপক্ষ। বৃহস্পতিবার মুক্তা ও পিন্নু ছাত্রাবাস এলাকায় চারা রোপনের উদ্বোধন করেন রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. জাকির হোসেন। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ ও স্বাচিপ সভাপতি ডা. সৈয়দ আবু তালেব, সাধারন সম্পাদক অধ্যাপক ডা. নুরুন্নবী লাইজু, মেডিসিন বিশেষজ্ঞ ডা. সারওয়ার জাহান, ডা. সারওয়াত হোসেন চন্দন, প্রধান অফিস সহকারি ফজলুল হক, হাড়িভাঙ্গা আম চাষ সম্প্রসারক আব্দুস সালাম সরকার, মেডিকেল কলেজ ছাত্রলীগ সভাপতি মাহমুদুর রহমান রিফাত, সাধারন সম্পাদক তৌফিকুল হাসান প্রমুখ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান