বাংলার খবর২৪.কম, রাজশাহী: রাজশাহী নগরীর জাফর ইমাম টেনিস কমপ্লেক্সে আনুষ্ঠানিকভাবে পর্দা উঠলো ‘রাজশাহী ইন্টারন্যাশনাল জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশীপ ২০১৪’ এর।
সোমবার বিকেলে টুর্নামেন্ট আয়োজক কমিটির সভাপতি ও বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমদ আয়োজনের উদ্বোধন করেন।
এবারের টুর্নামেন্টে ২২টি দেশের ৮৫জন প্রতিযোগী অংশ নিচ্ছেন।
টুর্নামেন্টের ডাইরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন কায়সান আহমেদ এবং রেফারির দায়িত্বে আছেন ভারতের জয় মুখার্জী।
উদ্বোধনী শেষে মিউজিকাল কনসার্ট এবং আতশবাজির আয়োজন ছিল।
এদিকে, টুর্নামেন্টের উদ্বোধনীতে খেলার ড্র অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকাল ৯টা থেকে মেইন ড্র খেলা শুরু হয়ে একটানা চলবে বিকেল ৫টা পর্যন্ত।
খেলা শেষে প্রতিদিন সঙ্গীতানুষ্ঠানের আয়োজন রয়েছে। প্রতিদিনের খেলা দেখতে ক্রীড়াপ্রেমীদের আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকেরা।
উদ্বোধনীতে বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী রেঞ্জের ডিআইজি ইকবাল বাহার, রাজশাহী মহানগর পুলিশ কমিশনার ব্যারিস্টার মাহবুবুর রহমান ও জেলা প্রশাসক মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কমপ্লেক্সের চেয়ারম্যান এসিএম আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ সহ আরো অনেকে।