বাংলার খবর২৪.কম,খুলনা : খুলনার অভিজাত ব্যবসা প্রতিষ্ঠান সেভ এন সেফ- এ নিম্নমান ও অনুমোদন বিহীন শিশু দুধ বিক্রির ঘটনায় দায়েরকৃত মামলায় প্রভাবশালী দু’ ব্যবসায়ির প্রত্যেককে ৭ হাজার টাকা করে জরিমানা এবং তা অনাদায়ে এক মাস করে কারাদ- দেয়া হয়েছে। বৃহস্পতিবার খুলনার অতিরিক্ত মূখ্য মহানগর হাকিম মোঃ জাকারিয়া হোসেন এ রায় ঘোষণা করেন। এ সময় দ-প্রাপ্ত দু’ ব্যবসায়ি মোঃ আসাদুজ্জামান ও মোঃ শাহরিয়ার ত্বাহা আদালতে উপস্থিত ছিলেন।
আদালতের সূত্র জানান, নগরীর ৩৩, হাউজ বিল্ডিং সোনাডাঙ্গা এলাকার বাসিন্দা ফারুক হোসেন ২০০৯ সালে নিউ মার্কেট সংলগ্ন অভিজাত ব্যবসা প্রতিষ্ঠান সেভ এন সেফ থেকে লাইল্যাক-২ ব্রান্ডের দুধ কিনে তার শিশু পুত্র ফাহাদ (৭ মাস) কে পান করান। এ দুধ পান করার পরই শিশুটি অসুস্থ্য হয়ে পড়ে। এ ঘটনায় ফারুক হোসেন খুলনা বিএসটিআই কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে ওই বছরের ১৬ জুন বিএসটিআই কর্তৃপক্ষ অভিযান চালিয়ে সেভ এন সেফ থেকে লাইল্যাক-২ ব্রান্ডের ৪শ’ গ্রাম ওজনের ৫ কৌটা দুধ উদ্ধার করেন। এ ঘটনায় বিএসটিআই’র সহকারী পরিচালক (সিএম) মৃনাল কান্তি বিশ্বাস বাদী হয়ে আদালতে একটি মামলা দায়ের করেন। মামলায় সেভ এন সেফ’র স্বত্বাধিকারী মোঃ আসাদুজ্জামান এবং ঢাকার কনকর্ড টাওয়ারে অবস্থিত রেমেক্স ট্রেডিং কোম্পানীর প্রতিনিধি মোঃ শাহরিয়ার ত্বাহাকে আসামি করা হয়। দীর্ঘ প্রায় ৫ বছর আদালতে বিচারাধীন থাকার পর স্বাক্ষ্য প্রমানের ভিত্তিতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমানিত হওয়ায় আদালত রায় ঘোষণা করেন।
আদালতে রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন বিএসটিআই খুলনার আইন উপদেষ্টা এ্যাডভোকেট ড. মোঃ জাকির হোসেন এবং আসামি পক্ষে ছিলেন এ্যাডভোকেট শিকদার হাবিবুর রহমান।
বিএসটিআই খুলনার আইন উপদেষ্টা এ্যাডভোকেট ড. মোঃ জাকির হোসেন বলেন, অভিযুক্তরা পরস্পর যোগসাজসে বিএসটিআই’র সিএম লাইসেন্স ছাড়াই মানচিহ্ন ব্যবহার করে ফলোআপ মিল্ক ফর্মূলার লাইল্যাক-২ ব্রান্ডের দুধ উৎপাদন ও বাজারজাত করেছে। যে কারণে তাদের বিরুদ্ধে বিএসটিআই অধ্যাদেশে অভিযোগ আনা হয়।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান