বাংলার খবর২৪.কম, ঢাকা : ১০ নভেম্বর জাতীয় জীবনের অবিস্মরণীয় দিন উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব) মাহবুবুর রহমান বলেন, আজকের এই দিনে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য নূর হোসেনকে জীবন দিতে হয়েছে। কিন্তু আজ দেশে গণতন্ত্র নেই।
সোমবার জাতীয় প্রেসক্লাবে কনফারেন্স লাউঞ্চে ‘গণতন্ত্রের উত্তরণ: প্রেক্ষাপট বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
মাহবুবুর রহমান বলেন, মুক্তিযুদ্ধের মূল চেতনা ছিল গণতন্ত্র, যেখানে কোনো ধরনের শোষন থাকবে না। কিন্তু আজ সেই গণতন্ত্রই সবচেয়ে হুমকির সম্মুখীন। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য নতুন করে আবার সংগ্রাম করতে হবে।
তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসনকাল সীমিত হলেও তিনি এই অল্প সময়ের মধ্যে একটি বৈপ্লবিক পরিবর্তন আনতে সক্ষম হয়েছিলেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী ভূমিহীন দলের আয়োজনে সংগঠনের সভাপতি এমএ তাহেরের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন- বিএনপি চেয়ারপাসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মাহবুব উদ্দিন খোকন, বাংলাদেশ জাতীয়তাবাদী ভূমিহীন দলের উপদেষ্টা এহসানুল কবির, বিএনপির সাবেক এমপি রাশেদা বেগম হীরা প্রমুখ।