বাংলার খবর২৪.কম, গাজীপুর : পরিবেশ, প্রতিবেশ ও জলজ জীববৈচিত্র্যের ক্ষতিসাধনের জন্য গাজীপুরে ৩টি কারখানাকে ৬৩ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
সোমবার কারখানাগুলোকে এ জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কারখানাসমূহের মধ্যে পরিবেশগত ছাড়পত্র গ্রহণ এবং তরল বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) নির্মাণ ব্যতিরেকে অপরিশোধিত তরল বর্জ্য পার্শ্ববর্তী খালের মাধ্যমে তুরাগ নদীতে নির্গমণ করে পরিবেশ, প্রতিবেশ ও জলজ জীববৈচিত্র্যের মারাত্মক ক্ষতিসাধনের অপরাধে ক্লাসিক এ্যাটায়ার্স লিমিটেডকে ৫৪ লাখ টাকা, একই অপরাধে মার্ক ওয়াশিং এন্ড ডাইং কারখানাকে ৪ লাখ টাকা এবং স্প্রে সেটেলিং ট্যাংক হতে সৃষ্ট তরল বর্জ্য উপচিয়ে সরাসরি পার্শ্ববর্তী জলাশয়ে নির্গমণ করে পরিবেশ, প্রতিবেশ ও জলজ জীববৈচিত্র্যের ক্ষতিসাধনের অপরাধে গাজীপুরের ভবানীপুর এলাকায় অবস্থিত ফার সিরামিকস লিমিটেডকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। পরিবেশ অধিদপ্তরের শুনানিতে অংশগ্রহণকারী বর্ণিত প্রতিষ্ঠানসমূহের পক্ষে উপস্থিত মালিক/প্রতিনিধিরা অপরাধ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন এবং প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণের অঙ্গীকার করেন।