বাংলার খবর২৪.কম, ঢাকা : আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশে বসাকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় পুরো এলাকা রণক্ষেত্রে রূপ নেয়। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়।
সোমবার বিকেলে এ ঘটনা ঘটে।
জানা যায়, মিরপুর আওয়ামী লীগ থানার ইলিয়াস মোল্লার গ্রুপ ও ৫৬নং ওয়ার্ড আওয়ামী লীগ কর্মীদের মধ্যে এ সংঘর্ষ হয়।
রিপোর্ট লেখা পর্যন্ত আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সাথে ইলিয়াস মোল্লার রুদ্ধদ্বার বৈঠক চলছে। সেখানে নেতাকর্মীরা কোনো গণমাধ্যম কর্মীদের প্রবেশ করতে দিচ্ছে না।
এর আগে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।
তিনি বলেন, ভয় ও অপরাধবোধ থেকে আবোল তাবোল বকছেন তারেক রহমান, তিনি পরিকল্পিতভাবেই বঙ্গবন্ধু সম্পর্কে কটূক্তি করেছেন।
তারেক রহমানকে ২১ আগস্ট গ্রেডে হামলার মূল পরিকল্পনাকারী ও জঙ্গিবাদের জনক উল্লেখ করে বলেন, তারেক রহমানের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করতে চাই না। সাহস থাকলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হন।
বিএনপি-জামায়াত নির্বাচন নিয়ে সহিংসতার পথে হাঁটতে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ২০১৯ সালের আগে কোনো নির্বাচন হবে না।
তারেক রহমান লন্ডনে বসে ফতোয়া দিচ্ছে কিন্তু দেশের মানুষ তার বিকৃত ইতিহাস বিশ্বাস করবে না বলেও জানান তিনি।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান