বাংলার খবর২৪.কম, ঢাকা : রাজধানীর চারটি স্থানে অভিযানে নেমেছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) ভ্রাম্যমাণ আদালত। ফিটনেসবিহীন গাড়ি ও লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এ অভিযানে নেমেছে বিআরটিএ।
সোমবার সকাল ১০ টা থেকে রাজধানীর কারওয়ানবাজার, বনানী কাকলী, গাবতলী ও মানিক মিয়া এভিনিউয়ে এ অভিযান চলছে। অভিযানগুলো পরিচালনা করছেন বিআরটিএর চার ম্যাজিস্ট্রেট।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সোমবার বিকেল ৩টায় মানিক মিয়া এভিনিউয়ে এ অভিযান পরিদর্শন করবেন।
সাম্প্রতিক ঘটে যাওয়া বড় কয়েকটি সড়ক দুর্ঘটনার পর ফিটনেসবিহীন ও লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধে এ অভিযানের ঘোষণা দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।
গত ২৮ অক্টোবর সড়ক ও সেতু মন্ত্রণালয় থেকে চিঠি দেওয়া হয় মন্ত্রী পরিষদকে। মন্ত্রী পরিষদ বিভাগ, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের চিঠি দিয়ে সোমবার থেকে এ অভিযান পরিচালনা করার জন্যে নির্দেশ দেয়া হয়। এর প্রেক্ষিতে সোমবার এই অভিযান চালানো হয়।
গাবতলীতে বিআরটিএ পরিচালক বিজয় ভূষণ পাল ও অভিযানে অংশ নেন। এ সময় বিআরটিএ’র কর্মকর্তারা সচেতনতামূলক ক্যাম্পেইনের অংশ হিসেবে স্টিকার ও লিফলেট বিতরণ করেন।