বাংলার খবর২৪.কম, হবিগঞ্জ : হবিগঞ্জের বাহুবল উপজেলার কামাইছড়া রাবার বাগানের কাছে ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপ ভ্যানের তিন যাত্রী নিহত হয়েছেন। সংঘর্ষে পিকআপের অপর দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন।
সোমবার সকাল সাড়ে ৮টায় ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরগর উপজেলার মনকুটা গ্রামের নায়েব আলীর ছেলে বিনু মিয়া (৩৪) ও একই গ্রামের আরব আলীর ছেলে ফারুক মিয়া (২২) এবং অজ্ঞাত পরিচয় ব্যক্তি (৩৪)।
আহতদের বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়- সকালে কামাইছড়া এলাকায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলগামী সিরামিকদ্রব্য বোঝাই ট্রাকের সঙ্গে হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুরগামী যাত্রীবোঝাই পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে পিকআপ ভ্যানটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই পিকআপের ৩ যাত্রী নিহত এবং অপর ২ যাত্রী আহত হন।
খবর পেয়ে কামাইছড়া পুলিশ ফাঁড়ি ও লছনা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ ও আহতদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
কামাইছড়া পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জিয়াউর রহমান ও লছনা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নানু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।