বাংলার খবর২৪.কম,স্পোর্টস : তৃতীয় ওয়ানডেতে সফরকারী শ্রীলঙ্কাকে ছয় উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে দুই ম্যাচ হাতে রেখেই পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজ ৩-০ তে জিতে নিয়েছে ভারত। লঙ্কানদের করা ২৪২ রানের জবাবে ৩৫ বল বাকি থাকতেই ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর করে বিরাট কোহলির ভারত।
ভারতের পক্ষে শেখর ধাওয়ান সর্বোচ্চ ৯১ রান করার পথে দেশের হয়ে সবচেয়ে কম ম্যাচে ২ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন। তার ৭৯ বলের ইনিংসে ৮টি চার ও একটি ছয়ের মার ছিলো। এছাড়া কোহলি ৫৩, রাইয়ুডু ৩৫ ও রাহানে করেন ৩১ রান।
এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে মাহেলা জয়াবর্ধনের সেঞ্চুরি সত্ত্বেও ১০ বল বাকি থাকতেই ২৪২ রানে গুটিয়ে যায় লঙ্কানরা। ব্যাটিংয়ের শুরুতেই দুই উইকেট হারিয়ে বেশ বিপদে পড়ে যায় সফরকারী দলটি। মাত্র ৭ রান তুলতেই ২ উইকেট হারিয়ে বসে ম্যাথুজের দল। ফিরে যান কুশল পেরেরা (৪) ও সাঙ্গাকারা।
তবে তৃতীয় উইকেট জুটিতে দিলশানকে নিয়ে প্রতিরোধ গড়ে তুলেন মাহেলা। এই দুজনের ১০৫ রানের জুটিতে ম্যাচে ফেরার চেষ্টা করে লঙ্কানরা। দলীয় ১১২ রানের মাথায় দিলশান (৫৩) ফিরে গেলেও চতুর্থ উইকেট জুটিতে ম্যাথুজকে নিয়ে আবার লড়াই চালিয়ে যান মাহেলা।
তবে দলীয় ১৪৪ রানে ম্যাথুজের বিদায়ের পরই লঙ্কানদের ইনিংসে ধস নামে। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা দলটি ১৪৪ থেকে ১৫৮- এই ১৪ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে ম্যাচ থেকে নিয়ন্ত্রণ হারায়। একে একে ফিরে যান ম্যাথুজ (১০), প্রিয়াঞ্জন (২), চতুরঙ্গা ডি সিলভা (২) ও থিসারা পেরেরা (১)।
১৫৭ রানে ৭ উইকেট হারিয়ে লঙ্কানরা ২০০ রানের আগেই গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়ে। তবে অষ্টম উইকেট জুটিতে সেকুজি প্রসন্নকে নিয়ে মাহেলা জয়াবর্ধনে সেই শঙ্কা দূর করেন। এই দুজন ৬৮ রানের জুটি গড়লে সম্মানজনক স্কোর পায় লঙ্কানরা।
অষ্টম ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরার আগে জয়াবর্ধনে ১২৪ বলে ১১৮ রান করেন। এ সময় মাহেলা পঞ্চম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে ১২ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন। তার ১২৪ বলের ইনিংসটি ১২টি চার ও একটি ছক্কায় সাজানো ছিলো। প্রসন্ন করেন ২৯ রান।
ভারতের পক্ষে উমেশ যাদব চারটি ও অক্ষর প্যাটেল নেন তিনটি উইকেট।
প্রসঙ্গত, সিরিজের প্রথম ওয়ানডেতে ১৬৯ রানের জয় পায় বিরাট কোহলির দল। দ্বিতীয় ম্যাচের জয়টি আসে ৬ উইকেটের ব্যবধানে। -ওয়েবসাইট
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান