বাংলার খবর২৪.কম, ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্ত্রিসভায় যোগ দিয়েছেন আরো নতুন ২১ জন। ক্ষমতা নেয়ার ছয় মাস পর মন্ত্রিসভার আকার বড় করলেন মোদি। রোববার দুপুর দেড়টায় ভারতের রাষ্ট্রপতি ভবনের দরবার হলে মন্ত্রিসভার নতুন সদস্যরা শপথ গ্রহণ করেন। এদিকে নাখোশ শিবসেনা অনুষ্ঠান বর্জন করেছে।
নতুনদের মধ্যে চারজন ক্যাবিনেট মন্ত্রী, তিন জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং ১৪ জন প্রতিমন্ত্রী রয়েছেন।
সম্প্রসারিত মন্ত্রিসভায় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন গোয়ার সাবেক মুখ্যমন্ত্রী মনোহর পারিকর। এতদিন অর্থমন্ত্রী অরুণ জেটলি নিজ মন্ত্রণালয়ের পাশাপাশি অতিরিক্ত হিসেবে এ দায়িত্বে ছিলেন।
মনোহর পারিকর ছাড়াও বিভিন্ন মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্বপ্রাপ্তরা হলেন- সুরেশ প্রভাকর প্রভু, জে পি নাড্ডা ও চৌধুরী বীরেন্দ্র সিং।
এছাড়া প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্বপ্রাপ্তরা হলেন, বন্দারু দত্তাত্রেয়, রাজীব প্রতাপ রুডি, মহেশ শর্মা, মুখতার আব্বাস নকভি, রামকৃপাল যাদব, হরিভাই চৌধুরী, সাওঁরলাল জাঠ, মোহন কুন্দরিয়া, গিরিরাজ সিং, হংসরাজ আহির, রামশঙ্কর কাথেরিয়া, ওয়াই এস চৌধুরী, জয়ন্ত সিং, রাজ্যবর্ধন সিং রাঠৌর, বাবুল সুপ্রিয়, সাধ্বী নিরঞ্জন জ্যোতি, বিজয় সাম্পলা।
এ সম্প্রসারণের ফলে ভারতে কেন্দ্রীয় মন্ত্রিসভার আকার ৬৬ জনে গিয়ে দাঁড়ালো। এর আগে মোদির মন্ত্রীসভায় ৪৫ জন মন্ত্রী-প্রতিমন্ত্রী ছিলেন।–টাইমস অব ইন্ডিয়া।